নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জপ্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান বলেছেন, সমাজ থেকে অপরাধ দমন করতে পুলিশকে সকলের সহায়তা করা প্রয়োজন। মনে রাখতে হবে পুলিশই জনতা-জনতাই পুলিশ। জনতা ও পুলিশের মধ্যে গড়ে তুলতে হবে বন্ধুত্বের সেতু বন্ধন। পুলিশ-জনতার সমন্বয় হলেই অপরাধ ও অপরাধী উভয়ই এলাকা ছেড়ে পালাবে। ছাতক উপজেলা জুয়া ও মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ছাতক সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্ন ধরনের অপরাধ এখানে কম-বেশী ঘটতে পারে। অপরাধ বিষয়ে তাকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। থানার দায়িত্বশীলরা যদি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না তিনি দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তিনি এসএমএসের মাধ্যমে অপরাধ বিষয়ে তাকে অবহিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। গতকাল মঙ্গলবার বিকেলে ছাতক থানা প্রাঙ্গনে জঙ্গি, মাদক বিরোধী ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমানের সভাপতিত্বে ও ওসি(তদন্ত) আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ছাতক-দোয়ারা সার্কেল) দুলন মিয়া, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শওকত হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক ছানাউর রহমান ছানা। বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, সাহাব উদ্দিন সাহেল, বিল্লাল আহমদ, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, আছাব মিয়া, আ.লীগ নেতা আফতাব উদ্দিন, ফারুক আহমদ সরকুম প্রমুখ। এ সময় পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, এসআই সৈয়দ আব্দুল মান্নান, সুহেল াহমদ, অরুপ সাগর, আ.লীগ নেতা গিয়াস উদ্দিন, বাবুল রায়, সাব্বির আহমদ, ইউপি সদস্য সুনু মিয়া, আখলুছ আলী, আব্দুল কুদ্দুছ সুমনসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, থানা পুলিশ, গ্রাম পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।