জনগণ পরিবর্তন চায়: ড. ইউনূস

নিউজ ডেস্ক

বাংলাদেশের জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, তাঁরা পরিবর্তন চায়। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকারটি দেন তিনি। যা গতকাল সোমবার প্রচার করে এনপিআর।

সাক্ষাৎকারে দেশে নির্বাচন প্রশ্নে ড. ইউনূস বলেন, কেউ বলছে দ্রুত ভোটের আয়োজন করতে। আবার কেউ বলছে, প্রয়োজনীয় সংস্কারের পর তারা নতুন বাংলাদেশে যেতে চায়। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে।

তিনি আরও বলেন, এর আগে কখনোই সব মানুষ একটি বিষয়ে এতটা ঐক্যবদ্ধ হয়নি যে দেশের পরিবর্তন দরকার।

সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তাই এটা আলাদা করা যাবে না যে তাঁরা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে নাকি হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয়েছেন।

এদিকে, প্রতিশোধপরায়ণতার মানসিকতার বিষয়ে ড. ইউনূস বলেন, প্রতিশোধ নেওয়ার ঘটনাটি মাত্র সপ্তাহ দুয়েকের মতো হয়তো ছিল। এরপর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধলেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের
পরবর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক