জনগণের সমর্থন ছাড়াই সরকার টিকে থাকতে চায়: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক:

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মালিক জনগণ। সরকার সেই জনগণের সমর্থন ছাড়া টিকে থাকতে চায়। আমাদের সচেতন হতে হবে। দেশের মালিকানা রক্ষা করতে হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে নাগরিক সমাজ আয়োজিত ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘সমাজে নারীদের একটি বড় ভূমিকা রয়েছে। নারীদের সংঘটিত করতে হবে। কারণ দেশসেবায় ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। কোটিপতিরা নির্বাচিত হলে নিজেদের স্বার্থে কাজ করবে। লুটপাট করে নিজেদের পকেট ভারি করবে।’

সাংবাদিকদের উদ্দেশে প্রবীণ এ আইনজীবী বলেন, ‘সাংবাদিকদের সচেতন থাকতে হবে। কোথায় কী হচ্ছে, তা তুলে ধরতে হবে।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আমার কোনো আস্থা নেই। সার্চ কমিটির কোনো কাজ নেই। কারণ যাদেরকে নির্বাচন করা হবে, তারা কোনো না কোনো রাজনৈতিক দল করেন। যদি দল নাও করেন, তারপরও তাদের ওপর মানুষ আস্থা রাখবে না। কারণ বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নেই। কোনো কমিটি দিয়ে কাজ হবে না। সার্চ কমিটি কোনো কাজ করছে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘নির্বাচন সব সংকটের সমাধান দেবে না। তবে সংকটের মাত্রা কমে আসবে। ইভিএমে ভোট হলে আন্তর্জাতিক মহল দেখবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে। কিন্তু বাস্তবতা হবে ভিন্ন। কারণ আপনি ভোট দেবেন কলম প্রতীকে, ভোট চলে যাবে নৌকায়। এখানে কোনো পেপার ডকুমেন্টস নেই।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, সরকার আগামী নির্বাচনে বিরোধী দলগুলোকে নিরাপদভাবে মিছিল মিটিং করতে দেবে। কিন্তু তারা আসল খেলা দেখাবে ইভিএমে।’

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি ও সংসদ সদস্য মোকাব্বির খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক রেজওয়ানা চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘বীর’ সিনেমার গানে পুরস্কৃত হওয়ায় বিব্রত প্রযোজক ইকবাল
পরবর্তী নিবন্ধনাটোরে আওয়া লীগ নেতার ওপর প্রতিপক্ষের হামলা, আহত ৭