শুক্রবার সকালে নিজ বাড়িতে বসে যুগান্তরকে তিনি একথা জানান।
তবে ফুলসানা বেগম আবুর দুই মেয়ের সব দায়িত্ব নিতে রাজি আছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুরের শিবনগর গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ পরিচালিত অভিযানে আবুসহ ৪ জঙ্গি নিহত হয়।
সেখান থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরেক মেয়ে নুরী (৭) তার নানীর কাছে রয়েছে।
বাড়ির বিছানায় শুয়ে কথা বলার সময় আবুর মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। এ সময় তার পাশে বসা আবুর ছোট ভাই সবুরের স্ত্রী রুনা খাতুন জানান, তারা জঙ্গি আবুর লাশ চান না।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, সিআইডি ও পুলিশের বোমা নিষ্ক্রিয় বাহিনী আস্তানা থেকে চার জঙ্গির লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, শুক্রবার সকালে নিহত আবুর স্ত্রী সুমাইয়া ও মেয়ে সাহিদাকে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।