নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে সিলেটে যাতায়াতের সড়কটি এখন বেহাল। নাজুক দশার কারণে জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারণ করছে। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, জগন্নাথপুর-সিলেট সড়কের বিভিন্ন স্থানে সড়ক ভেঙে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছে। বিশেষ করে সড়কের মিরপুর বাজারের পাশে মেঘাখালি ব্রিজের পূর্ব মুখের অবস্থা খুবই নাজুক হয়ে পড়ায় এখানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।