ছয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের লোকসানী শাখা ১৬০টি

নিজস্ব প্রতিবেদক:

সমাপ্ত অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মোট লোকসানী শাখা কমেছে। গত জুন শেষে ব্যাংকগুলোর মোট লোকসানী শাখার স্থিতি দাঁড়িয়েছে ১৬০টি। এর আগের অর্থবছর (২০২০-২১) শেষে ব্যাংকগুলোর লোকসানী শাখার স্থিতি ছিল ১৯৩টি। এক বছরে ব্যাংকগুলোর মোট লোকসানী শাখা কমেছে ৩৩টি।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-এর সঙ্গে সম্পাদিত ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ (এপিএ)-এর আওতায় ২০২২ সালের জুন শেষে ছয়টি বাণিজ্যিক ব্যাংকের লোকসানী শাখার স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ২৭৫টি। সে হিসাবে সার্বিকভাবে ব্যাংকগুলোর অর্জন লক্ষ্যমাত্রার তুলনায় অধিক।

প্রাপ্ত তথ্যমতে, গত অর্থবছরে পাঁচটি ব্যাংকেরই লোকসানী শাখার সংখ্যা আগের অর্থবছরের তুলনায় কমেছে, বেড়েছে শুধুু বিডিবিএল-এর। সমাপ্ত অর্থবছরে (২০২১-২২) ব্যাংকটির লোকসানী শাখার সংখ্যা বেড়েছে ৯টি। এপিএ’র আওতায় বিডিবিএল-এর লোকসানী শাখার স্থিতি ১৫টির মধ্যে সীমিত রাখতে বলা হয়েছিল। এর বিপরীতে গত জুন শেষে ব্যাংকটির মোট লোকসানী শাখার স্থিতি দাঁড়িয়েছে ২২টি। এর আগের অর্থবছর (২০২০-২১) শেষে ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি ছিল ১৩টি।

অন্যদিকে লোকসানী শাখার সংখ্যা কমলেও এখনো সবচেয়ে বেশি লোকসানী শাখা জনতা ব্যাংকে। ২০২১-২২ অর্থবছর শেষে ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি ৫৬টির মধ্যে সীমিত রাখতে বলা হয়েছিল। এর বিপরীতে ব্যাংকটির মোট লোকসানী শাখার স্থিতি দাঁড়িয়েছে ৪৮টি। সে হিসাবে, ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি লক্ষ্যমাত্রার ভেতরেই রয়েছে। এর আগের অর্থবছর (২০২০-২১) শেষে জনতা ব্যাংকের লোকসানী শাখার স্থিতি ছিল ৫৪টি।

অন্যান্য ব্যাংকের মধ্যে এপিএ’র আওতায় ২০২১-২২ অর্থবছর শেষে সোনালী ব্যাংকের লোকসানী শাখার স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ৫০টি। এর বিপরীতে ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি দাঁড়িয়েছে ১৮টি। এর আগে ২০২০-২১ অর্থবছর শেষে ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি ছিল ২৩টি।

সমাপ্ত অর্থবছরে অগ্রণী ব্যাংকের লোকসানী শাখার স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ৮০টি। এর বিপরীতে ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি দাঁড়িয়েছে ২৫টি। এর আগে ২০২০-২১ অর্থবছর শেষে ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি ছিল ৪৬টি।

সমাপ্ত অর্থবছরে রূপালী ব্যাংকের লোকসানী শাখার স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ৫০টি। এর বিপরীতে ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি দাঁড়িয়েছে ১৮টি। এর আগে ২০২০-২১ অর্থবছর শেষে ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি ছিল ২৮টি।

সমাপ্ত অর্থবছরে বেসিক ব্যাংকের লোকসানী শাখার স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ২৪টি। এর বিপরীতে ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি দাঁড়িয়েছে ২৯টি। এর আগে ২০২০-২১ অর্থবছর শেষেও ব্যাংকটির লোকসানী শাখার স্থিতি ছিল ২৯টি।

এদিকে ব্যাংকগুলো আগের অর্থবছরের তুলনায় লোকসানী শাখার স্থিতি কমিয়ে আনলেও চলতি ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকগুলোর লোকসানী শাখার স্থিতির লক্ষ্যমাত্রা শিথিল করা হয়েছে। এপিএ’র আওতায় ২০২৩ সালের জুন শেষে ছয়টি বাণিজ্যিক ব্যাংকের লোকসানী শাখার স্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭৫টি। অথচ বর্তমানে ব্যাংকগুলোর লোকসানী শাখার স্থিতি হচ্ছে ১৬০টি। অর্থাৎ চলতি অর্থবছর শেষে ব্যাংকগুলোর লোকসানী শাখার স্থিতি আরও ১৫টি বাড়লেও সেটি লক্ষ্যমাত্রার ভেতরেই থাকবে।

চলতি অর্থবছরে সোনালী ব্যাংকের লোকসানী শাখার স্থিতি ২৫টির মধ্যে; জনতা ব্যাংকের লোকসানী শাখার স্থিতি ৫০টির মধ্যে; অগ্রণী ব্যাংকের লোকসানী শাখার স্থিতি ৩৫টির মধ্যে; রূপালী ব্যাংকের লোকসানী শাখার স্থিতি ৩০টির মধ্যে; বেসিক ব্যাংকের লোকসানী শাখার স্থিতি ২০টির মধ্যে এবং বিডিবিএল-এর ব্যাংকের লোকসানী শাখার স্থিতি ১৫টির মধ্যে সীমিত রাখতে বলা হয়েছে।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধতেলের দাম বাড়ানোর কারণ জানালো সরকার
পরবর্তী নিবন্ধভরা মৌসুমেও চড়া ইলিশের দাম