ছয় মাসে যুক্তরাজ্য-ওয়েলসে ৪শ এসিড হামলা

পপুলার২৪নিউজ ডেস্ক:
একটি পর্যালোচনায় দেখা গেছে, যুক্তরাজ্য এবং ওয়েলসে এসিড হামলার ঘটনা দিন দিন ব্যাপক আকার ধারণ করছে।

লন্ডনে বৃহস্পতিবার রাতে ৫টি এসিড হামলার ঘটনা ঘটে। এরপর নড়েচড়ে বসেছে সেখানকার প্রশাসন। খবর বিবিসির।

এসিড হামলার বিষয়ে কঠোর আইন প্রণয়নের চিন্তাভাবনা চলছে। তাছাড়া এসিড বিক্রির ওপর কড়া নজরদারি আরোপের চিন্তাভাবনাও করছে প্রশাসন।

এসিড নিয়ে বিদ্যমান আইন, পুলিশের দায়িত্ব, শাস্তি, কীভাবে ক্ষতিকারক পণ্যগুলি মানুষের কাছে পৌঁছায় এবং এসিড হামলার শিকারদের কীভাবে সাহায্য করা যায় তা নিয়েও আলোচনা চলছে।

হোম সেক্রেটারি অ্যাম্বার রুড সানডে টাইমসকে বলেন, অপরাধীরা যেন আইনটির পূর্ণ শক্তি অনুভব করা।

তিনি বলেন, এসিড আক্রমণে বেঁচে থাকা ব্যক্তিদের জন্য জীবনযাত্রা কঠোর হয়ে যায়

সোমবার কমন্সে বিতর্কিত অ্যাসিড হামলার কারণে এমপিরাও দায়ী।

বিবিসির খবরে বলা হয়, ২০১২ সালের পর এসিড হামলার ঘটনা দ্বিগুন হয়েছে। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫০৪টি হামলার ঘটনা ঘটে।

ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিল তথ্যমতে, চলতি বছরে প্রথম ছয় মাসে যুক্তরাজ্য এবং ওয়েলসে পৃথকভাবে ৪০০ এসিড হামলার ঘটনা ঘটেছে।

হামলার ঘটনায় অভিযুক্তদের অধিকাংশই তরুণ। তাদের বয়স ১৮ এর মধ্যে।

বৃহস্পতিবারের ঘটনায় একজন ১৬ বছর বয়সী কিশোরকে অভিযুক্ত করা হয়েছে।

এই মুহূর্তে বিষাক্ত পদার্থ নিয়ে করা ১৯৭২ সালের আইনটি আবারও পর্যালোচনার চিন্তাভাবনা করছে প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধচাটমোহরে স্কুল ও বসতঘরে ৭৩টি গোখরা
পরবর্তী নিবন্ধ‘শুক্রাণুর জন্য’ এক শিক্ষককে তিন নারীর অপহরণ!