ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন মোহাম্মদ নবির

স্পোর্টস ডেস্ক

পরিকল্পনা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে দেবেন প্রায় তিন মাস আগে ৪০ পেরুনো, আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি। কিন্তু ৪০ যেন তার কাছে কেবলই একটি সংখ্যা। তার ফিটনেস দেখে যে কেউ বলবেন তিনি হয়তো ২৮-৩০ বছর বয়সের এক যুবক।

এই তো ক‘দিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে চ্যাম্পিয়ন করিয়েছেন ফরচুন বরিশালকে। দুর্দান্ত ফিটনেসের কারণে দুনিয়াজোড়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের হটকেক আফগান এই অলরাউন্ডার।

যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয় নিয়ে নতুন করে ভাবছেন মোহাম্মদ নবি এবং তার ভাবনাটা হলো, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই `অবসর‘ বলে দিচ্ছেন না। ফিটনেস যেহেতু আছে, সেহেতু আরও খেলে যেতে চান।

শুধু তাই নয়, আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ছেলের সঙ্গে খেলার স্বপ্নও দেখছেন তিনি।

গত বছর নভেম্বরে মোহাম্মদ নবি বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দেবেন। এখন নতুন করে চিন্তা করছেন বলে জানালেন নবি। তিনি বলেন, `চ্যাম্পিয়ন্স ট্রফিতেই হয়তো আমার শেষ ওয়ানডে হচ্ছে না। তবে সম্ভবত খেলা কমিয়ে দেবো হয়তো। কারণ, তরুণদেরও উঠে আসার সুযোগ দিতে হবে। ‘

আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে নবি বলেন, ‘আমি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, হয়তো হাই–লেভেল ম্যাচগুলো খেলব, দেখা যাক। আমার ফিটনেসের ওপরই নির্ভর করবে।’

ছেলে হাসান ইসাখিলের সঙ্গে একটি ম্যাচে হলেও খেলার স্বপ্ন নবির। তিনি বলেন, ‘এটা আমার স্বপ্ন। আশা করি, আমরা এটা সত্যি করতে পারব। হাসান খুব ভালো করছে…সে খুব পরিশ্রমী, আমিও তাকে পরিশ্রম করতে বলি।’

ছেলেকে বড় ক্রিকেটার হওয়ার পরামর্শ দিয়ে নবি বলেন, ‘আমি চাই সে নিজে তার লক্ষ্য ঠিক করুক। যদি সে শীর্ষ পর্যায়ের ক্রিকেটার হতে চায়, ৫০–৬০ রান যথেষ্ট নয়, আপনাকে এক শর বেশি রান করতে হবে। সে আমার কথা শুনে ও নিজেকে সব সময় এগিয়ে নিতে চায়। যখন আমার সঙ্গে কথা বলে, আমি তাকে ম্যাচের জন্য আত্মবিশ্বাস দেবে এমন পরামর্শ দিই।’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘গ্রুপ বি’–তে আছে আফগানিস্তান। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ২০২৩ সালের বিশ্বকাপে সেরা আট দলের একটি হয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে তারা।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু লাহোর-করাচিতে নেই ভারতের পতাকা!
পরবর্তী নিবন্ধঈদের আনন্দে ‘টাক কোনো সমস্যা না’