ছেলেদের তৈলাক্ত ত্বকের যত্নে করণীয়

পপুলার২৪নিউজ ডেস্ক:

মেয়েরাই শুধু ত্বকের যত্ন করবে এরকম ধারনার দিন শেষ হয়ে গেছে অনেক দিন আগেই। বর্তমানে মেয়েদের সাথে সাথে ছেলেরাও রুপ স্বচেতন হয়ে উঠেছে। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের বাসার বাইরে বেশি সময় থাকতে হয়। ফলে ধুলা-বালি, ময়লার বেশি সম্মুখীন হয়ে থাকেন ছেলেরা। এসবের উপরে ত্বক যদি হয় তৈলাক্ত, তাহলে সমস্যা বেড়ে যায় কয়েকগুণ। তৈলাক্ত ত্বক অন্য ত্বকের তুলনায় ময়লা বেশি ধরে রাখে বলে ব্ল্যাক হেডস, ব্রণের মত সমস্যা সবসময় লেগেই থাকে। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ছেলেদের জন্য থাকছে কিছু টিপস:

প্রতিদিন সকালে ও বিকেলে গরম পানি ও আলফা হাইড্রোক্সি আসিড যুক্ত ফেস ক্লিঞ্জার দিয়ে মুখ ধুতে হবে। আলফা হাইড্রোক্সি আসিড লোম কূপের তেল নিয়ন্ত্রণ করে।

খাবার তালিকায় তেলের খাবার বাদ দিয়ে ফ্রেশ ফল ও সবজি যোগ করুন। লেবু ও কিউয়ি বেশ উপকারী।

দুধের ঘোলে তুলা ভিজিয়ে মুখে চেপে চেপে লাগান। ২ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই ভাবে মুখের যত্ন নিলে চামড়া টাইট হবে।

ডিমের সাদা অংশের সাথে মধু ও ময়দা মিশিয়ে মাস্ক তৈরি করুন। ভারি করে মুখে লাগিয়ে শুকিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। এই প্যাক মুখের অতিরিক্ত তেল শোষণ করবে।

মুখে অকারণে হাত বা অন্য কিছু দিয়ে বেশি ঘষাঘষি করবেন না। বেশি ঘষাঘষিতে তৈলাক্ত ত্বক ঝুলে যেতে পারে।

সপ্তাহে দু`বার স্ক্রাব করলে লোম কূপ অ্যাকটিভ হয়।

সবসময় সাথে ওয়াইপ টিস্যু রাখুন। মুখের ময়লা পরিষ্কার করতে এই টিস্যু বেশ ভাল।

যেহেতু ছেলেদের ত্বক শক্ত হয়ে থাকে, তাই যে কোন সমস্যা দূর হতে একটু বেশি সময় নিবে। তাই বলে কিন্তু মুখের যত্ন নেয়া বন্ধ করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের রুল
পরবর্তী নিবন্ধলাহোরে যাবেন না পিটারসেন-ম্যাককালাম