ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার সকালে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টে এশা নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কোটা সংস্কারের জন্য আন্দোলনকারী এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। একই সঙ্গে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়া আক্রমণের বিষয়ে সিদ্ধান্ত ‘শিগগিরই’ : ট্রাম্প
পরবর্তী নিবন্ধপরিচ্ছন্নতায় গড়া রেকর্ড বঙ্গবন্ধুকে উৎসর্গ করছি : মেয়র