পপুলার২৪নিউজ ডেস্ক:
উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘শিক্ষা শান্তি প্রগতি’ স্লোগান নিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করে সংগঠনটি।
এ বছর দিবসটি উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে- আজ সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ৮টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা; সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে বর্ণাঢ্য আনন্দ র্যালি।
র্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।