শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের আলীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদলের কর্মীসভায় পুলিশ লাঠিচার্জ করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন কেন্দুয়া থানার এসআই ছামেদুল হক, এসআই সঞ্জয় সরকার, এসআই আল আমিন, এসআই আব্দুল কাদের, এসআই আবুল বাশার, এএসআই হেলাল আহমেদ, কনস্টেবল সুমন মিয়া, মিজানুর রহমান, মো. জাকির হোসেন, আবুল খায়ের, সোহেল রানা ও আব্দুল কদ্দুছ। সবাইকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে এসআই ছামেদুল হক, এসআই সঞ্জয় সরকার, কনস্টেবল আবুল খায়ের ও কনস্টেবল আব্দুল কদ্দুছের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে পৌর শহরের আলীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের কর্মীসভা শুরু হয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে ফাঁকাগুলির শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পুলিশ কত রাউন্ড গুলি ছুঁড়েছে তা জানাতে পারেননি কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়েছে কিনা তাও সঠিক জানাতে পারেননি তিনি।
উপজেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক যুগান্তরকে জানান, ছাত্রদলের প্রায় ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।