ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে তিন কমিটি গঠন

মুজিব উল্ল্যাহ্ তুষার :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাউন্সিল উপলক্ষে ৩টি কমিটি
গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো নির্বাচন পরিচালনা, বাছাই ও আপিল কমিটি।
রোববার রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির
খোকনকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান
সোহেল, এবিএম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু, আমিরুল ইসলাম খান আলিম, রাজিব
আহসান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে বাছাই কমিটির প্রধান করা হয়েছে। এ
কমিটির অন্য সদস্যরা হলেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল
কাদির ভুইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব ও আকরামুল হাসান।
আর আপিল কমিটির প্রধান করা হয়েছে বিএনপির ভাইসচেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে।
কমিটির অন্য সদস্যরা হলেন, ড. আসাদুজ্জমান রিপন, আমান উল্লাহ আমান।
ঈদের আগে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে দ্রুত কাউন্সিলের মাধ্যমে
নতুন কমিটি করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন মাশরাফি
পরবর্তী নিবন্ধওবাইদুল কাদেরের ‘স্বস্তির ঈদে’ সড়কে ঝরল ৫৭ প্রাণ: আবু সুফিয়ান