নুর উদ্দিন ,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
নতুন কোন করারোপ ছাড়াই ছাতক পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার বিকেলে এক জনাকীর্ণ পরিবেশে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনা করেন। বাজেটে সম্ভাব্যে আয় দেখানো হয়েছে ৬০কোটি, ১১লক্ষ, ৮৮হাজার, ১শ’ ৩০টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৯কোটি, ৭৮লক্ষ, ৩হাজার, ৫শ’ ৮০টাকা। ৩৩ লক্ষ, ৮৪হাজার, ৫শ’ ৫০টাকা উদ্বৃত্ত তহবিল হিসেবে দেখানো হয়েছে। বাজেটে সম্ভাব্য আয়ের খাতের মধ্যে গৃহ ও ভুমির উপর কর প্রায় সাড়ে ৪৯ লাখ, স্থাবর সম্পত্তি হস্তান্ত ৪৫ লাখ, ইমারত নির্মান, বিজ্ঞাপন ও বিবিধ ১৫ লাখ, পেশা, ব্যবসা ও কলিং ৩০ লাখ, লাইটিং প্রায় সোয়া ২১ লাখ, কনজারভেন্সী প্রায় সাড়ে ৪৯ লাখ, হাট-বাজার, ফেরী ঘাট ও সিএনজি ষ্ট্যান্ড ইজারা ৫৭ লাখ, বার্জ-কার্গো ৩৫ লাখ, রাস্তা উন্নয়ন কর ১৪ লাখ,বালু-চুনাপাথর ক্রয় কর ১২ লাখ, দরপত্র সিডিউল ৫ লাখ, সরকারী প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি ৫০ লাখ, পৌর ভবন নির্মা ৩কোট ৫০ লাখ, পানি শোধানাগার ১০ কোটিসহ বিভিন্ন আয়ের খাত উল¬খ করা হয়েছে। ব্যয়ের খাত হিসেবে মেয়র ও কাউন্সলরদের সম্মানী ২০ লাখ, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-১কোটি ৪০ লাখ, আনুতোষিক তহবিলে খরচ ১৫ লাখ, যানবাহন মেরামত ও জ্বালানী ১১ লাখ, সড়ক বাতি ও বিদ্যুৎ বিল ও উপকরণ ১৬ লাখ, আনুষাঙ্গিক বিল ৬ লাখ, পৌর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ২০ লাখ, ধমীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ৫ লাখ, জিএপি ২% প্রায় সাড়ে আট লাখ, প্রাপ ৫% প্রায় সোয়া ২১ লাখ, মাষ্টাররোল কর্মীদেও বেতন ১০ লাখ, পৌর ভবন নির্মান ১০ লাখ, রাজস্ব তহবিল উন্নয়ন হিসেে স্থানান্তও ২০ লাখ, অবকাঠামো নির্মানও রাস্তা প্রায় সাড়ে ২৭ কোটি, ড্রেনেজ ব্যবস্থা প্রায় পৌনে ১৫ কোটি, পানি শোধানাগার নির্মান ১০ কোটি, হাটবাজার উন্নয়ন ১০ লাখ, অফিস ভবন নির্মান ও সংস্কার সাড়ে ৩ কোটি, মোবাইল ম্যান্টেনেজ ১৮ লাখ, অবকাঠামো মেরামত রক্ষানাবেক্ষন ১৭ লাখসহ বিভিন্ন ব্যয়ের খাত উলে¬খ করা হয়েছে। পৌর নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য প্রস্তাবিত এ বাজেট প্রনয়ন করা হয়েছে বলে উলে¬খ করে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, পৌরসভার প্রত্যকটি ওয়ার্ডের সম-উন্নয়নের কথা চিন্তা করেই বাজেট প্রনয়ন করা হয়েছে। সম্ভাব্য বাজেট বাস্তবায়নের পৌরসভার কাউন্সলর, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকদের সার্বিক সহযোগিতার প্রয়োজন বলে তিনি মনেে করেন। বাজেট অধিবেশনে পৌর সচিব মাহমুদ আলম, সহকারী প্রকৌশলী প্রদিপ চন্দ্র রায়, প্যানেল মেয়র তাপস চৌধুরী, কাউন্সলর জসিম উদ্দিন সুমেন, আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, ধন মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, সামছুন্নাহার বেগম, সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা এমদাদুল ইসলাম, হিসাব রক্ষক কুলসুমা বেগম, কর আদায়কারী জামাল উদ্দিন, কর্মচারী রতন দে, কল্যাণব্রত দাস, কেতকী রঞ্জন আচার্যী, শিক্ষক মানিক মিয়া লিটু, ফারুক মিয়া, স্থানীয় আব্দুস সাত্তার, শিমুল দত্ত ময়নাসহ সাংবাদিক, সুধীজন ও পৌরসভার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেট সভা শেষে পৌরসভা কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাবেক কাউন্সিলর মাসুক মিয়া।