ছাতক-দোয়ারায় ইউপি নির্বাচনে সুবিধায় বিদ্রোহী ও বিএনপির প্রার্থী

নুর উদ্দিন, সুনামগঞ্জ : ছাতক ও দোয়ারায় আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলে ইউপি নির্বাচনে একপক্ষ অপরপক্ষকে পুরোপুরি কাট দিতে গিয়ে সবল প্রার্থীকে রেখে দুর্বল প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অভিযোগে প্রতিটি ইউপিতে একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতকে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪জন ও দোয়ারাবাজারের ৯ট ইউনিয়নে ৪৯জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। প্রতিটি ইউপিতে নৌকা প্রতিকের বিপরীতে আগামী ১১ নভেম্বরের নির্বচনে দলের একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচন করবেন বলে জানা গেছে।
আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত সবাই স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের অনুসারী। অপরাংশের নেতা ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও তার ভাই শামীম আহমদ চৌধুরীর অনুসারী বর্তমান চেয়ারম্যানসহ কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।
দলীয় সূত্র জানায়, দোয়ারাবাজারের পূর্ববাংলাবাজার ইউনিয়নে গত নির্বাচনে কালাম-শামীম অনুসারী আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেনের জায়গায়  নবাগত মানিক মিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুর্বল প্রার্থীর সুযোগটা পুরোপুরি কাজে লাগাবেন মানিক বিরোধী বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন রানা। বিএনপির বিদ্রোহীও দুর্বলতার সুযোগকে কাজে লাগাতে পারেন। লক্ষ্মীপুরে বর্তমান চেয়ারম্যান আমিরুল হককে মনোনয়ন না দিয়ে নতুন মুখ আব্দুল কাদিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুরমা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মামুন খন্দকার গ্রুপিং রাজনীতির বলি হয়েছেন। নতুনমুখ আব্দুল হালিম বীরপ্রতীককে মনোনয়ন দেয়া হয়েছে। এতে বিএনপির শক্তিশালী বিদ্রোহী হারুনুর রশীদের নির্বাচন সহজ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। মান্নারগাঁও ইউনিয়নে গত নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বরুণ চন্দ্র দাসের পরিবর্তে নৌকা দেওয়া হয়েছে অসিত চন্দ্র দাসকে। ছাতক উপজেলার সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামও গ্রুপিং রাজনীতির বলি হয়েছেন। এমপি মানিক অনুসারী রঞ্জন কুমার দাসকে মনোনয়ন দেয়া হয়েছে। খুরমা (দক্ষিণ) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল মছব্বির (নৌকা) মনোনয়ন দেয়া হয়েছে। এখানে বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন, আবদুল খালিক, আবুল কাশেম হাসান, আবু বক্কর সিদ্দিক, গোলাম আজম তালুকদার নেহার মনোনয়ন জমা দিয়েছেন। গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সুন্দর আলী (নৌকা) মনোনয়ন দেয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমান, ও সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রার্থী হয়েছেন। জাউয়াবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুরাদ হোসেনকে মনোনয়ন না দিয়ে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে (নৌকা) মনোনয়ন দেয়া  হয়েছে। এখানে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
সুুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, ছাতক ও দোয়ারাবাজারে অনেকগুলো ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের মনোনয়ন দেওয়া হয়নি, যা পুরোপুরি অন্যায়। এটা রাজনীতির শিষ্টারের মধ্যে পড়ে না।
ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমাম জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধদিরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ৩০
পরবর্তী নিবন্ধ৪৩তম বিসিএস প্রিলির আসন বিন্যাস প্রকাশ