ছাতক-দোয়ারাবাজার হবে গ্রিন অ্যান্ড ক্লিন এলাকা :আইয়ূব করম আলী

নুর উদ্দিন, সুনামগঞ্জ থেকে:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী আসন থেকে সম্ভাব্য প্রার্থী বিশিষ্ঠ শিক্ষাবিদ আইয়ূব করম আলী বলেছেন, শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে। শিক্ষার সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল। শিক্ষাকে পরিকল্পিত গবেষণার মাধ্যমে কীভাবে মানুষের উপযোগী করে তোলা যায় সে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে হবে। ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র নামের সন্ত্রাসীরা কর্মকান্ড চালাতে থাকলে জাতির আগামী দিনের ভবিষ্যৎই অন্ধকার হবে না শুধু তাদের স্বাভাবিক বেড়ে ওঠাও হবে সঙ্কটাপন্ন। আজকের ছাত্র-ছাত্রীদের মেধা এবং যোগ্যতার বিকাশ বাধাগস্ত হলে এ ক্ষতিকর ফলাফল আগামী দিনে পুরো জাতিকে ভোগ করতে হবে। এ বিশাল লক্ষ্য বাস্তবায়নের জন্য শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কোনো দেশের জনশক্তির তুলনায় কর্মসংস্থানের স্বল্পতার ফলে সৃষ্ট সমস্যাই বেকার সমস্যা। বর্তমান বাংলাদেশে বিশেষ করে ছাতক-দোয়ারায় এই সমস্যা জটিল ও প্রকট আকার ধারণ করেছে। যা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। কর্মহীন এই বিশাল উদ্বৃত্ত জনশক্তি না পারছে দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখতে, না পারছে নিজের সুন্দর-সমৃদ্ধ ভবিষ্যত নির্মাণ করতে। বেকারত্বের অসহ্য যন্ত্রণায় তারা জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে।ফলে রাষ্ট্রযন্ত্রের সর্বত্র দেখা দিচ্ছে বিশৃংখলা। ক্রমবর্ধমান এই সমস্যা সমাধানে আশু পদক্ষেপ গ্রহণ না করলে অর্থনৈতিক অবকাঠামো যেকোনো সময় ভয়াবহ ভাঙনের মুখে পড়বে। বেকারত্বের ভয়াবহ অভিশাপ থেকে মুক্তি পেতে হলে সমগ্র জাতিকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে রাজনৈতিক দলীয়করণের মনোবৃত্তি পরিহার করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রীয় অবকাঠামোর গুণগত পরিবর্তনের মাধ্যমে বেকারত্ব থেকে উত্তরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। আমি নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজার হবে গ্রিন অ্যান্ড ক্লিন এলাকা।
বৃহস্পতিবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট মুরব্বি হাজী মোহাম্মদ আব্দুল মনির এর সভাপতিত্বে ও তরুন সংগঠক শামীম আহমদ তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণফোরাম সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট আনছার খাঁন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট নিলেন্দু দেব, শাহজালার ইউনিভার্সিটির সাবেক রেজিষ্ঠার্ড জামিল আহমদ চৌধুরী ও নুরুল ইসলাম ভূইয়া।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেগা কনসার্ট শুক্রবার  
পরবর্তী নিবন্ধ৪ নভেম্বরের আগে কিছু বলা যাবে না: সিইসি