ছাতকে হামলার শিকার সংগ্রামী পঙ্গু নজমুলের সুস্থ হাতটি এখন হারানোর আশঙ্কায়

সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকে সন্ত্রাসী হামলার শিকার শারিরির প্রতিবন্ধি (পঙ্গু) সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল তার সুস্থ হাতটিও এবার হারানোর আশঙ্কায় ভূগছেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলাকারিরা বাম পা ও বাম হাত বিহীন নজমুলের সুস্থ ডান হাতটি রামদা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে। প্রায় এক সপ্তাহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আরো ক’দিন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা শেষে বর্তমানে সাবেক এ জনপ্রতিনিধি নিজ বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন।
জানা যায়, গোবিন্দনগর গ্রামের মরহুম আবুল হোসেনের পুত্র দিলোয়ার হোসেন নজমুল ১৯৯৩ সালে গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র। একদিন স্কুলে থেকে নাস্তা করার জন্য রেলপথ অতিক্রম করে স্থানীয় গোবিন্দগঞ্জ বাজারে যাচ্ছিলেন তিনি। এসময় রেলপথ দূর্ঘটনায় তার একটি পাঁ ও একটি হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। পঙ্গু হওয়ার পরও ট্রেচারে ভর করে তিনি লেখা পড়া চালিয়ে যান। ১৯৯৯ সালে গোবিন্দগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে উর্ত্তীণ হন। এক পর্যায়ে তিনি গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজে একাদশ শ্রেনিতে ভর্তি হন। এইচএসসি পরিক্ষায় ফলাফল ভাল না হওয়ায় লেখা পড়া ছেড়ে দেন। এক পর্যায়ে বাঁচার জন্য তিনি জীবন সংগ্রাম চালিয়ে যান। ২০১১ সালে তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচিত হন। পরবর্তীতে ইউপি প্যানেল চেয়ারম্যান ও তিন মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছিলেন পঙ্গু নজমুল।
স্থানীয় লোকজন জানান, ২২ ফেব্রুয়ারি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গেবিন্দনগর গ্রামের মাঠে মিনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে নিজ গ্রাম গোবিন্দনগরে গিয়ে রাস্তার পাশে ট্রেচারে ভর করে দাড়িঁয়ে বিষয়টি নিবৃত করার চেষ্টা করেন নাজমুল। এসময় একই গ্রামের আবদুল জলিলের পুত্র লোকমান হোসেন, মৃত উস্তার আলীর পুত্র রাকিব আলীর নেতৃত্বে সশস্ত্র লোকজন পঙ্গু দিলোয়ার হোসেন নাজমুলের উপর হামলা চালায়। হামলাকারিরা তাকে এলোপাতারি কুপিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়। যাওয়ার পথে বিলপার গ্রামের বাসিন্ধা ও ইউপি সদস্য আলকাব আলীকেও পিঠিয়ে গুরুতর আহত করে তারা। এতে ওই ইউপি সদস্যের একটি হাতের হাড়ের জয়েন্ট বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আহত পঙ্গু দিলোয়ার হোসেন নাজমুল বাদি হয়ে ২৫ এপ্রিল লোকমান হোসেন, রাকিব আলী, আবদুল কাইয়ূম, আবদুস ছোবহান, আবদুল জব্বারসহ ১৮ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-৩২) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গ্রামের আবদুল ছোবহান ও আবদুল জব্বারকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রামের রফিক আলী, নুর আহমদ, মাস্টার আরশ আলী, আফিজ আলী, ইসমাইল আলীসহ লোকজন জানান, চাঁদাবাজি, চুরিসহ একাধিক মামলার আসামি লোকমান ও তার সহযোগিদের অত্যাচার নির্যাতনে অতিষ্ট হয়ে উঠেছে গ্রামবাসী। গোবিন্দগঞ্জে অবৈধ তীর খেলার (শিলংখেলার) মুল এজেন্ট হিসেবেও লোকমানের পরিচিতি রয়েছে। এলাকায় সরকারি ভুমিতে সাইবোর্ড টানিয়ে ব্যাটারি চালিত রিকশার ষ্ট্যান্ড বসিয়েও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে সে। এ ব্যাপারে ইউপি সদস্য আলকাব আলী জানান, ঘটনারদিন সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌছলে তাকেও মারধোর করে পালিয়ে যায় লোকমান ও তার সহযোগিরা। ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান এ ব্যাপারে জানান, সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নজমুলের উপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। ছাতক থানার এসআই ও মামলার তদন্তকারি কর্মকর্তা অরুপ সাগর জানিয়েছেন এ মামলায় দু’জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

পূর্ববর্তী নিবন্ধমদপানে রাবির ২ শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচবি ছাত্রলীগের ধর্মঘটে শাটল ট্রেন বন্ধ