নুর উদ্দিন ছাতক প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামী আখলাকুর রহমান(৩০) এখন শ্রীঘরে। সোমবার যৌতুক লোভী স্বামী আখলাকুর রহমানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ। আখলাকুর রহমান উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র। জানা যায়, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন গ্রামের হাজী আব্দুল খালিকের কন্যা রোমেনা বেগমের সাথে ২০১৫সালের ২৫ডিসেম্বর আখলাকুর রহমানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্যে স্ত্রী রোমেনার উপর স্বামী আখলাকুর রহমান বিভিন্নভাবে শারীরীক নির্যাতন চালাতে থাকে বলে অভিযোগে উলে¬খ করা হয়েছে। গত ৫ মে আখলাকুর রহমানের দাবীকৃত ৫ লাখ টাকার মধ্যে ২লাখ টাকা পরিশোধ করেছে রোমেনার পরিবার। বাকী ৩ লাখ টাকার জন্যে আবারো শুরু হয় তার উপর অমানবিক নির্যাতন। টাকা নিয়ে আসতে শারীরিক নির্যাতন করে রোমানােেক পাঠিয়ে দেয়া হয় পিত্রালয়ে। নির্যাতনে শারীরীক চিকিৎসা নিতে পিত্রালয়ে থেকে রোমানাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার রোমানা বেগম স্বামীর বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে এসআই শামীম আকঞ্জী তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।