নুর উদ্দিন ,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকের কৈতকে সড়ক ও জনপথের ভুেিত প্রবাসীর নির্মিত দেয়াল ভেঙ্গে সরকারী ভুমি উদ্ধারের নির্দেশ প্রদান করেন সুনামগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। এক অভিযোগের প্রেক্ষিতে উপ-বিভাগীয় প্রকৌশলী সজীব আহমেদ সরজমিন তদন্ত প্রতিবেদনে দেয়াল ভেঙ্গে সরকারী ভুমি উদ্ধার ও দখলদারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করলে নির্বাহী প্রকৌশলী ২৮ মে সরকারী ভুমি উদ্ধারে এ নির্দেশ দেন। অভিযোগ থেকে জানা যায়, কৈতক এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে দেয়াল নির্মাণ করেছে কৈতক গ্রামের মৃত ছালিম উল¬াহর পুত্র প্রবাসী ইয়াকুব আলী । সওজ’র ভূমিতে বাউন্ডারী দেয়াল নির্মাণ করায় কৈতক হাসপাতালে কর্মচারী ও কৈতক গ্রামের মাসুক মিয়াসহ কয়েকটি পরিবারের যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ ব্যাপারে ভুক্তভোগী মাসুক মিয়া উপজেলা চেয়ারম্যানসহ সংশি¬ষ্ট দপ্তরে অভিযোগ দিলে গোবিন্দগঞ্জ সওজ’র উপ-সহকারী প্রকৌশলী বিষয়টি সরজমিনে তদন্ত করেন। সড়ক ও জনপথ বিভাগের সরকারী ভুমিতে বিনা অনুমতিতে কোন ধরনের স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মান শাস্তিযোগ্য অপরাধ জেনেও প্রবাসী ইয়াকুব আলী প্রচলিত আইনের তোয়াক্কা না করে ইট-সিমেন্টের বাউন্ডারী নির্মান করেছেন। সওজ’ গোবিন্দগঞ্জ শাখার উপ-সহকারী প্রকৌশলী অবৈধ দেয়াল ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেও প্রবাসী ইয়াকুব আলী তা আমলে নেননি। এর পরিপ্রেক্ষিতে ২০ মার্চ তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের পর উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে তদন্ত প্রতিবেদনসহ ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হলে ২৩ এপ্রিল ৪২৮ নং স্মারকে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেয়াল ভেঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ভূমি উদ্ধারের নির্দেশ প্রদান করেন। উপ-বিভাগীয় প্রকৌশলী সজীব আহমেদ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শ অনুযায়ী শীঘ্রই দেয়াল ভেঙ্গে সরকারী ভুমি উদ্ধার করা হবে।