ছাতকে লাফার্জ গেটে শ্রমিকদের আবারো অবস্থান, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪সিউজ:
ছাতকে কর্মবিরতী পালন করা শ্রমিকরা আবারো লাফার্জ গেটে অবস্থান কর্মসূচী পালন করেছে। গতকাল রোববার সকালে আন্দোলনকারী শতাধিক শ্রমিক কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। মজুরী বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে কর্মবিরতী পালন করা এসব শ্রমিক কারখানার প্রধান ফটকের সামনেই পথসভায় মিলিত হয়। এ সময় সাদ মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা গিয়াস উদ্দিন, সাফাত উল্লাহ, সাবুল মিয়া, আনোয়ার পাশা, এনামুল হক প্রমূখ। লাফার্জের শতাধিক শ্রমিক ১ মে থেকে মজুরী বৃদ্ধি, সরকারী ছুটি, উৎসব বোনাস, ওভার টাইম দ্বিগুনসহ বিভিন্ন দাবীতে কর্মবিরতী পালন করে আসছে তারা। আন্দোলনের ২২ দিন অতিবাহিত হলেও শ্রমিকদের দাবীর ব্যাপারে লাফার্জ কর্তৃপক্ষের কোন ইতিবাচক ভুমিকা লক্ষ্য করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধছাতকে পিতা-পুত্রসহ ৩২ জনের বিরুদ্ধে থানায় মামলা
পরবর্তী নিবন্ধছাতকে পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ১