ছাতকে রোপা আমনে ইঁদুর দমনে কৃষক দিশেহারা

নুর উদ্দিন, সুনামগঞ্জ থেকে:

ছাতকে রোপা আমনের চাষাবাদ হয়েছে ১৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় জমিতে ভাল ধান গাছ হয়েছে। চাষাবাদ ভাল হলেও রোপা আমন ক্ষেতে ইঁদুর ও বিভিন্ন ধরণের পোকার আক্রমণের কারণে কৃষকরা দিশেহারা। ইঁদুর ধান গাছের গোড়া কেটে ধ্বংস করছে। কৃষকরা ইঁদুর দমনে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ওষুধ ব্যবহার করেও ইঁদুর দমন করতে পারছেন না। এ কারণে কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। কৃষকরা জানান, একমাস ধরে ইঁদুরের উপদ্রব চলছে কিন্তু মাঠ পর্যায়ে নেই কৃষি কর্মকর্তারা।
কৃষকেরা জানান, ইঁদুর বীনা-৭, ২২, ২৮, ৩২, ৪৯ ইত্যাদি জাতের ধান গাছের ক্ষতি করেছে বেশি। কোনো কোনো স্থানে কালিজিরা ধান গাছেরও ক্ষতি করছে। জমিতে ধান গাছ বাঁচাতে ওষুধ প্রয়োগের পাশাপাশি ফাঁদ পাতা, পাতাওয়ালা কলাগাছ রোপন, পুরাতন শার্ট টাঙিয়ে রেখেছেন। তবুও ইঁদুর দমন করা যাচ্ছেনা। ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় কৃষকরা শঙ্কিত তাঁদের ফসল ঘরে তোলা নিয়ে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ইতিমধ্যে অনেক ধান গাছ ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছাতকের হলদিউরা গ্রামের গিয়াস উদ্দিন জানান, ইঁদুরের এমন উপদ্রব জীবনেও দেখেননি। ঘরে-বাইরে সমান তালে ক্ষতি করছে ইঁদুর। এবার জমিতে ধানের ফসল হয়েছে ভাল। তিনি  ৯ কেয়ার জমি চলতি আমন মৌসুমে চাষাবাদ করেছেন। ১৫/২০ দিন ধরে জমির ধান গাছ ইঁদুর কেটে বিনষ্ট করে দিচ্ছে। ঔষধ ব্যবহার করেও দমন করা যাচ্ছেনা। একই গ্রামের কৃষক আনামুল হক জানান, মাঠের সব জমির ধান গাছ ইঁদুরে কেটে নষ্ট করে দিচ্ছে। ইঁদুরের আক্রমণে দিশেহারা সবাই। চৌকা গ্রামের মিলন মিয়া বলেন, ধানের তুড় বেরুনোর আগেই ইঁদুরে গাছ নষ্ট করে দিয়েছে। জমিতে গেলে হতাশ হয়ে ফিরতে হয়। বাজারের কেনা ওষুধে কাজ হচ্ছে না।
ছাতকের গোবিন্দগঞ্জ সৈঁদেরগাও ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ইঁদুরের আক্রমণ ঠেকানোর জন্য আমরা অনেক স্থানে প্রচারপত্র বিতরণ করেছি।
ছাতক উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, বৃষ্টি না হওয়ায় আমন ধানে ইঁদুরের আক্রমণ বেড়েছিল। রবিবার রাত্রে বৃষ্টি হওয়াতে ইঁদুর কমবে। কৃষি বিভাগ ইঁদুর মারার পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষকদের।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদনে আনন্দিত হাওরবাসী : ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা