নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে এক ভূঁয়া ডাক্তারকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এ দন্ডাদেশ প্রদান করা হয়। জানা যায়, বুধবার সকালে দিঘলী-চাকলপাড়া গ্রামের রইছ আলীর বাড়িতে ডাক্তার পরিচয়ে চিকিৎসা করতে যায় নাটোর জেলার সিংড়া উপজেলার পারসিংড়া গ্রামের দবির উদ্দিনের পুত্র ভূঁয়া ডাক্তার রাজু আহমেদ (৩৫)। এসময় নিজের হাতে তৈরী করা নানা জাতের ঔষধ বিক্রি করে রোগিদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে। নিজেকে ভারত-বাংলাদেশের বিখ্যাত চিকিৎসক ও উচ্চ পর্য়ায়ে প্রশিক্ষণ গ্রহণ করে এ পেশায় জড়ানোর কথাও উপস্থাপন করে আসছিল রোগির পরিবারের কাছে। এদিকে চিকিৎসকের এমন আচরণ ও ঔষধ বিক্রির মোটা অংকের টাকা দাবির বিষয়টি স্থানীয় সাংবাদিকদের খবর দেয়া হয়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে একজন ভূঁয়া চিকিৎসক প্রমানিত হলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.নাসির উল্লাহ খান ভূয়াঁ ও জাল কাগজ-পত্র ও ব্যাগ ভর্তি আটা-ময়দার তৈরী ওষুধ দিয়ে চিকিৎসার নামে প্রতারনার অভিযোগে ইউনানী এবং আয়ূর্বেদী প্রেক্টিশনার অধ্যাদেশ ১৯৮৩ইং এর ৩১ধারায় ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, সাংবাদিক রেজাউল করিম রেজা ও আতিকুর রহমান মাহমুদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি আ’লীগের সাংগঠনিক সম্পাদক রইছ আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা টিএম রায়হানসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।