পপুলার২৪নিউজ নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ ছাতক প্রতিনিধি:
ছাতকে কৃষি বিভাগের উদ্যোগে শতকরা ৫০ থেকে ৭০ ভাগ ভর্তুকী দিয়ে কৃষকদের মাঝে রিপার মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ৫জন কৃষকের মধ্যে এসব রিপার মেশিন বিতরণ করা হয়। মেশিন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত রিপার মেশিন বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, এসিআই কোম্পানী সিলেটের মার্কেটিং কর্মকর্তা সচী নন্দন বসাক, আলিম ইন্ডাষ্ট্রিজ সিলেটের এক্সিকিউটিভ মার্কেটিং কর্মকর্তা হুমায়ূন কবির, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সাহাব উদ্দিন সাহেল, আখলাকুর রহমান, মুরাদ হোসেন, বিল¬াল আহমদ, ইউপি সদস্য আকল মিয়া, ফজলু মিয়া, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফজল, কাওসার আহমদসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কালারুকা ইউনিয়নের কৃষক সজীব আহমদ, মুক্তার হোসেন, দোলারবাজার ইউনিয়নের কৃষক আব্দুল মান্নান, ভাতগাঁও ইউনিয়নের কৃষক আব্দুর রউফ ও আবুল হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে মেশিন তোলে দেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।