ছাতকে বৃদ্ধা করিমুন মৃত্যুর ঘটনায় নিরাপরাধিরা মামলায় আসামি

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে চাচা-ভাতিজার দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। তাদের নিজ বাড়িতে সংঘর্ষের ঘটনায় দু’গ্রামের নিরাপরাধ লোকজনকে আসামি করে মারামারি ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফলে স্থানীয় নিরাপরাধ লোকজন অহেতুক হয়রানির শিকার হচ্ছেন। এ হত্যাকান্ডকে ঘিরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চাচা-ভাতিজার ঘটনা নিয়ে দু’গ্রামের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময় ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসি।
জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউপির লাড়িগাঁও গ্রামের আবদুল খালিকের পুত্র লায়েছ মিয়া ও পাশের ঘরের তার ভাতিজা মৃত হোছন আলীর পুত্র আরিফ আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ২৫জুন সন্ধ্যায় আরিফ আলীর পক্ষে জাহাঙ্গির ও লায়েছের পক্ষে আকিক মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরইজের ধরে ঘটনার সময়ে লায়েছ ও আরিফ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় দু’পক্ষে ফয়ছল (২৮), ইব্রাহিম (২৪), করিমুন নেছা (৭৬)সহ ৫জন আহত হন। এদের মধ্যে করিমুন নেছাকে ছাতক হাসপাতালে ও অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ২৭জুন করিমুন নেছা সুস্থ্যতা লাভ করলে তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে প্রেরণ করা হয়। ২৯জুন বাড়ি থেকে পূনরায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় করিমুন নেছা ৩০জুন মৃত্যুবরণ করেন। ঘটনাটি পারিবারিকভাবে সংঘটিত হলে পরবর্তিতে পার্শ্ববর্তী খিদুরা ও লাড়ীগাঁও গ্রামের কিছু নিরাপরাধ লোকজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পুত্র লায়েছ মিয়া বাদি হয়ে ছাতক থানায় দায়েরি মামলায় (নং ৫, তাং- ০৩.০৭.২০১৭ইং) আরিফ আলীসহ ১৮জনকে আসামি করা হয়। এব্যাপারে ছাদেক মিয়া, শায়েস্তা মিয়া, সিরাজ উদ্দিন, আকদ্দুছ আলী, আবদুস ছোবহান, লিলু মিয়া, হিরন মিয়া, আবদুল হান্নান, আছকন, আবদুল মানিক, আবদুল মন্নান, আবুল কালাম, বিলাল মিয়া, সিরাজ মিয়া, আবদুল তাহিদ, নজরুল ইসলাম, ফয়জুল ইসলাম, আশুক মিয়া, ছুনু মিয়া, ময়নুল ইসলাম, ইব্রাহিম আলীসহ একাধিক লোকজন জানান, হত্যা মামলায় অনেককে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। তারা ১৮জন আসামির মধ্যে ইউসুফ আলী, গিয়াস মিয়া, তাজুদ মিয়া, নুর মিয়া, আবদুল মুমিন, আবদুল আহাদ, ফজর আলী, বদরুল ইসলাম, সাহেলা বেগম ও বিলাল মিয়াকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়ে বলেন, দায়েরি মামলায় নিরাপরাধ লোকজনকে আসামি করা হয়েছে। তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন, আসামি পক্ষের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। জানা গেছে, এঘটনার প্রায় একমাস পূর্বে ২৮মে’ খিদুরা জামে মসজিদে গ্রামের আবদুল বারিকের পুত্র তুহিন মিয়া, আরকান আলীর পুত্র শিরুল মিয়া ও ফজর আলীর পুত্র মুখতার হোসেন তারাবীহ নামাজে যাবার পথে প্রতিপক্ষ মৃত ঠাকুরধনের পুত্র জমসর আলীর নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়। এতে আবদুল খালিকের পুত্র আবদুস শহিদ ছাইলা বাদি হয়ে জমসর আলীসহ ২২জনের নামে ছাতক থানায় মামলা (নং-৩০, তাং-২৪.০৬.২০১৭ইং) ও শুধু ঘটনার স্থান বদল করে একই ঘটনায় জমসর আলী বাদি হয়ে আবদুল বারিকসহ ৩৩জনের বিরুদ্ধে থানায় পাল্টা মামলা (নং-১৬, তাং ০৮.০৭.২০১৭ইং) দায়ের করেন। ছাইলা ও জমসর দু’পক্ষের পাল্টাপাল্টি মামলায় পুলিশ আতঙ্কে আসামিরা গ্রাম ছাড়া হয়ে পড়েন। এবিরোধ নিষ্পত্তির জন্যে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে তা-নিষ্পত্তি হয়নি। মামলার বাদি লায়েছ মিয়ার মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বাদির স্ত্রী রাজিয়া বেগম বলেছেন, প্রতিপক্ষের লোকজনরা তাদের উপর হামলা করেছে এবং ওই হামলাকারিদের ইটের আঘাতে তার শাশুড়ি মারা গেছেন। এব্যাপারে ইউপি সদস্য আবদুল ওয়াহিদ জানান, দু’পক্ষই তার গোত্রের লোক হয়। তিনিসহ তার পরিবারের লোকজন ওই লাড়িগাঁও গ্রামে বসবাস করতেন। সেটি তার পূরাতন বাড়ি। বাড়িটি বিক্রি করে প্রায় ১৫বছর আগে স্থানীয় পায়রাবন্দে নতুন বাড়ি নির্মাণ করেছেন। তিনি দু’পক্ষের পূর্ব বিরোধে এঘটনা ঘটেছে বলে জানান। ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ জানান, খিদুরা ও লাড়ীগাঁও পৃথক দু’টি গ্রাম এবং পঞ্চায়েত। গত রমজানে খিদুরা মসজিদের হাফেজ নিয়োগ নিয়ে দু’পক্ষে বিরোধ দেখা দিলে তা- নিষ্পত্তি হয়। পরে তুচ্ছ বিষয় নিয়ে জমসর আলী ও ছাইলা পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা দেখা দেয়। এর পর পারিবারিক বিরোধে মারামারি হয় লায়েছ ও আরিফ পক্ষদ্বয়ের মধ্যে। তারা একই বাড়ির বাসিন্ধা। এ নিয়ে ঈদের দিন থানার ওসি সমন্বয়ে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। এতে দু’পক্ষের কাছ থেকে ৫হাজার করে জামানতও গ্রহণ করা হয়েছিল। লায়েছ ও আরিফ আলীর মধ্যে মারামারির ঘটনায় শ্বাসকষ্ট রোগি আহত করিমুন বিবি ঘটনার ৫দিন পর মারা যাওয়ায় সালিশ বৈঠকটি হয়নি। এঘটনায় জমসর আলীর আত্মীয়, নিহতের পুত্র লায়েছ বাদি হয়ে ৮জনের নামে থানায় এজাহার দায়ের করে। পরে এজাহারটি পরিবর্তন করে নিরাপরাধ আরো ১০জনের নাম অন্তর্ভূক্ত করা হয়। এব্যাপারে ১৭জুলাই সুনামগঞ্জ পুলিশ লাইনে উর্ধতন পুলিশ প্রশাসনের সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভায় ওই মামলায় ৮জন আসামি থেকে রাতারাতি ১৮জনে উন্নীত করার বিষয়টি প্রশাসনকে অবহিত করে তা- তদন্তের দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধদিলজিতের সঙ্গী ইলিয়ানা?
পরবর্তী নিবন্ধছাতকে স্বামীর বিরুদ্ধে আদালতে প্রথম স্ত্রীর মামলা