ছাতকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচী সম্পন্ন

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে বিলপাড় গ্রামের অগ্রণী ধুমপান মুক্ত সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ‘আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন’ এর সহযোগীতায় দিন ব্যাপী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় সহ রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। শুক্রবার দিন ব্যাপি বিলপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সেবা মূলক কর্মসূচী অনুষ্টিত হয়।
ধুমপান মুক্ত সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মুফতি ফয়জুল হকের সভাপত্বিতে সহ-সভাপতি কামরুজ্জামান মিটন এর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাওলানা আক্তার হোসেন, বিশেষ অতিথি ডা: মিজানুর রহমান, ডা: গৌবিন্দ চন্দ্র, সালা উদ্দিন, আকিকুর রহমান, রুবেনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন ‘আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন’ এর সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সুহান, অর্থ-সম্পাদক রুবেল মিয়া, প্রচার সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমা বেগম ও মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহমিদা আক্তার রুনা। এ সময় আরো উপস্থিত ছিলেন এ আর রাজু, আবেদ আলী, উজ্জ্বল আহমদ। সার্বিক সহযোগীতায় ছিলেন ধুমপান মুক্ত সমাজকল্যাণ সংস্থা’র সদস্য বৃন্দ।
দিন ব্যাপী সেবা সমূহের মধ্যে ২২১ জনের চক্ষু চিকিৎসা সেবা, ৩৮১ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৯১ জনের ডায়াবেটিস পরীক্ষা, ২২১ জনের প্রেসার নির্ণয়, প্রায় দুই শতাধিক মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং তাদের মাঝে ঔষধ বিতরন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধট্রাইজেমিনাল নিউরােলজিয়ায় ভুগছেন সালমান
পরবর্তী নিবন্ধঘুম থেকে উঠেই যে ৩টি কাজ করবেন না