ছাতকে বালু ব্যবসায়িদের প্রতিবাদ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকের চেলা নদীতে বালু মহালে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন স্থানীয় বালু ব্যবসায়িরা। উপজেলার ইসলামপুর ইউনিয়নের কিছু অসাধূ ব্যবসায়ির ছত্র-ছায়ায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে রহমতপুর, জামুরা, মুইত্যাবিল, কুমারদানীসহ একাধিক এলাকায় প্রতিনিয়তই বালু উত্তোলন করায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন ছাতকের বালু ব্যবসায়ি ও বালতি দিয়ে বালু উত্তোলনকারি দিনমজুর শ্রমিকরা। এদিকে বালূ মহালে অবৈধ ড্রেজার চালানো বন্ধের দাবিতে ব্যবসায়ি সংগঠনের এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারি ক্ষুদ্র ব্যবসায়ি সমিতির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবদুস সত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সামছু মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি শোয়েব আহমদ, অর্থ সম্পাদক ছমরু মিয়া, উপদেষ্টা রহিম উদ্দিন, হানিফ আলী, সদস্য আলিম উদ্দিন, মিজান চৌধুরি, ডালিম মিয়া, মখলিছ আলী, শাহিন মিয়া, সিদ্দেক আলী প্রমূখ। সভায় অবৈধ ড্রেজার ব্যবহারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া হলেই অচিরেই সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধছাতকে পবিত্র মে’রাজুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সুন্নি মহা সম্মেলন সম্পন্ন
পরবর্তী নিবন্ধছাতকে দু’পক্ষের সংঘর্ষে ব্যবসায়ি পথচারিসহ আহত ১০