নুর উদ্দিন, (ছাতক) সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে বোবরাপুরে হুছাইনিয়া হাফিজিয়া মাদরাসা বহুমূখি শিক্ষা বিস্তারে অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছে। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০০২ সালের ৭মার্চ ৬শতক জায়গার উপর অষ্ট গ্রামের মানুষের সার্বিক সহযোগিতায় মাদরাসাটি স্থাপন করা হয়। এর পর মাদরাসায় হিফজ ও ইবতেদায়িতে উন্নীত হয়। ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রাক-প্রাথমিক কেন্দ্র মাদরাসায় খোলা হয় প্রায় ৩বছর আগে। এছাড়া সম্প্রতি দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অধীনে বিশুদ্ধ কেরাত শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়। বাঁশ ও টিনসেডের মাদরাসায় প্রাক প্রাথমিক, ইবতেদায়ি ৫ম ও হিফজ শাখার অধীনে শিক্ষার্থী রয়েছেন প্রায় ১শ’৪২জন। সব মিলিয়ে বহুমূখি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন হওয়ায় উপকৃত হচ্ছে এ অঞ্চলের মানুষ। এখন শুধু বিল্ডিং ও সরকারিভাবে অনুমোদনসহ পূর্ন সহায়তার অভাব রয়েছে। মাদরাসার সমস্যা সমাধানের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তারা আশ্বাস প্রদান করে গেলেও আজ পর্যন্ত প্রতিষ্ঠানটি সরকারি সহায়তার মুখ দেখেনি। ফলে বহুমূখি এ শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের ঝড়ে পড়ার রয়েছে সম্ভাবনা। যথাযত গুরুত্ব দিয়ে এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বোবরাপুর গ্রামে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রাক প্রাথমিক কেন্দ্র হুছাইনিয়া হাফিজিয়া মাদরাসাকে দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসায় অনুমোদন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল আউয়াল জানিয়েছেন, ইসলামি ফাউন্ডেশনের অধিনে এখানে ৩৭জন শিক্ষার্থী মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রাক প্রাথমিক কেন্দ্রে পড়া-লেখা করছে। তাই এসব কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে সরকারের দেয়া দারুল আরকাম নামের ইবতেদায়ি মাদরাসাটি এখানে স্থাপন করা এখন সময়ের দাবি।
ইসলামি ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা (ডিডি) আবু সিদ্দিকুর রহমান জানান, জেলার ন্যায় ছাতক উপজেলায়ও প্রথম পর্যায়ে দারুল আরকাম নামের দুটি মাদরাসা সরকারিকরণের অর্ন্তভূক্তি করা হবে। হুছাইনিয়া হাফিজিয়া মাদরাসায় প্রতিষ্ঠাতা মাওলানা আনোয়ার হুছাইন আবেদন করেছেন।