ছাতকে প্রবাসী অপহরনের ঘটনায় থানায় মামলা দায়ের

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে প্রবাসী অপহরনের ঘটনায় ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার অপহৃত সৌদি প্রবাসী মর্তুজ আলী বাবুল বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মর্তুজ আলী উপজেলা কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত মরম আলীর পুত্র। অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২১ ডিসেম্বর গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের অর্থ সম্পাদক ছিলেন মর্তুজ আলী। রাতে অনুষ্ঠানস্থল থেকে মর্তুজ আলী ব্যক্তিগত কাজে গোবিন্দগঞ্জ পয়েন্টে যাওয়ার পথে কতিপয় সশস্ত্র সন্ত্রাসী তার গতিরোধ করে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। এক পর্যায়ে হামলাকারীরা তাকে টেনে হেঁছড়ে বেরাজপুর গ্রামের তাদের বাড়িতে নিয়ে বেঁধে রাখে। এসময় হামলাকারীরা তার সাথে থাকা নগদ এক লাখ ও ৩০ হাজার টাকা মুল্যে একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। বাড়িতে নিয়ে আবারো মারপিট করলে মর্তুজ আলী এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে ছাতক থানার এসআই পিংক দাস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। পরে তার আত্মীয়-স্বজনরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মর্তুজ আলী বাবুল বাদী হয়ে বেরাজপুর গ্রামের আজির মিয়া, ফুল মিয়া, হবি মিয়া, মুহিবুর রহমান ও তাজ উদ্দিনের বিরুদ্ধে ছাতক থানায় এ মামলা(নং-১৯)দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পিংক ুদাস তাকে উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধছাতক সিমেন্ট কারখানার পাওয়ারপ্যান্ট বিক্রি অনিয়ম তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধছাতকে মেহেরুন নেছা একাডেমীতে পিঠা উৎসব অনুষ্ঠিত