নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে প্রবাসী দু’ভাই-বোনের নাম বাদ দিয়ে উত্তারধীকার সনদ নিয়ে বিপাকে পড়েছেন হাজী সুনু মিয়া নামের এক ব্যবসায়ী। প্রবাসী ভাই-বোনকে অজ্ঞাত রেখে উত্তারধীকার সনদে তাদের নাম না রেখে প্রতারনার মাধ্যমে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে এ ব্যবসায়ীর বিরুদ্ধে। ৬ ভাই-বোনের মধ্যে ৪ জনের নাম উলে¬খ করে উত্তরাধীকার সনদ নিয়ে একটি বাটোয়ারা দলিল করে প্রবাসী দু’ ভাই-বোনকে বঞ্চিত করা হয়। এ ঘটনায় উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন গ্রাম ও এলাকাবাসীর তুপের মুখে পড়েছেন দেশে থাকা আপন ভাই হাজী সুনু মিয়া। স্থানীয় সুত্রে জানা যায়, বাগইন গ্রামের মৃত হাজী সুলতান মিয়ার ৩ পুত্র ও ৩ কন্যার মধ্যে সেলিম আহমদ, আজাদ মিয়া, নুর জাহান বেগম ও লিপি বেগম যুক্তরাজ্যে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। দেশে থাকা আফিয়া বেগম বিবাহ সুত্রে দক্ষিন খুরমা ইউনিয়নের চৌকা গ্রামে বসবাস করছেন। বাড়িতে একা থাকার সুবাদে পরিবারের একমাত্র হাজী সুনু মিয়া পৈত্রিক সহায়-সম্পদ দেখা-শোনা ও ভোগ-দখল করে আসছেন। সম্প্রতি পৈত্রিক প্রায় ১৭ একর ভু-সম্পদের সিংহভাগ ভুমি বাটোয়ারা দলিলের মাধ্যমে নিজের নামে লিখে নিয়েছেন। অন্যান্য ভাই-বোনদের নামমাত্র ভুমি দিয়ে প্রবাসে থাকা ভাই সেলিম আহমদ ও বোন লিপি বেগমকে পৈত্রিক সম্পত্তি থেকে সম্পূর্নরূপে বঞ্চিত করা হয়। ২৭ আগষ্ট সম্পাদিত বাটোয়ারা দলিল(নং-৩২৬২/১৭) অনুযায়ী ১৭ একর ৫৬ শতক ভু-সম্পদের উলে¬খ রয়েছে। এর মধ্যে ১০ একর ৬৮ শতক ভুমি হাজী সুনু মিয়া নিজের নামে রেখে বাকী ৬ একর ৯২ শতক ভুমির মালিক আজাদ মিয়া, আফিয়া বেগম ও নূরজাহান বেগমকে দেখানো হয়েছে। বাটোয়ারা এ দলিলকে পাকাপাকি করার উদ্দেশ্যে ১০ সেপ্টম্বর প্রবাসী সেলিম আহমদ ও বোন লিপি বেগমকে বাদ দিয়ে ৪ জনের নামে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি উত্তারাধীকার সনদ নেন হাজী সুনু মিয়া। বিষয়টি জানাজানি হলে প্রবাসে থাকা ভাইবোন ক্ষীপ্ত হয়ে উঠেন। এ ব্যাপারে সম্পদ বঞ্চিত প্রবাসী সেলিম আহমদ ও লিপি বেগম দুতাবাসের মাধ্যমে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ উত্তরাধীকার সনদের বিষয়ে জানান, ৭ নং ওয়ার্ড মেম্বার মিলন ধরের তদন্ত ও সুপারিশে উত্তরাধীকার সনদ প্রদান করা হয়েছে। সনদ প্রদানের পর জানা গেছে হাজী সুলতান মিয়ার আরো এক পুত্র ও কন্যা যুক্তরাজ্যে রয়েছেন। বিষয়টি জেনে হাজী সুনু মিয়াকে ডেকে এনে দ্রুত নিস্পত্তির জন্য তিনি চাপ সৃষ্টি করলে হাজী সুনু মিয়া ভুল সংশোধন করবেন বলে চেয়ারম্যানকে আশ্বস্থ করেন।