ছাতকে পৃথক সড়ক দূর্ঘটনায় নারী-শিশুসহ আহত ১৬

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে পৃথক সড়ক দূর্ঘটনায় নারী-শিশুসহ ১৬ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৬জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত শনিবার সকালে ও শুক্রবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক ও দেবেরগাঁও নামক স্থানে এসব দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মায়ের সাথে কৈতক হাসপাতালে যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক নামকস্থানে সড়ক পারাপারের সময় ঢাকাগামী মিতালী কোষ্টারের(নং-ঢাকা ব-১৪-৭৬৬৭)ধাক্কায় গুরুতর আহত হয় তাওহিদা বেগম(০৮)। তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে কৈতক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাওহিদা বেগম জাউয়া ইউনিয়নের কৈতক গ্রামের মখদ্দুছ আলীর কন্যা ও কৈতক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনাকবলিত কোষ্টারটি আটক করেছে। এদিকে শুক্রবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া-দেবেরগাঁও নামক স্থানে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত ৫জনকে ভর্তি করা হয়েছ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী কাভার্ডভ্যান (নং-ঢাকা মেট্রো ম-১৪-০৮৪৪) ও যাত্রীবাহী লেগুনা(নং-সিলেট চ-১১-২০১৩) একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছে। এক পর্য়ায়ে দেবেরগাঁও নামক স্থানে ওভারটেক করার সময় নিয়নন্ত্রন হারিয়ে যাত্রবাহী লেগুনা খাদে পড়ে গেলে নারী-শিশুসহ ১৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত মনোয়ারা বেগম(২৭), মুরশেদ আলী(১৪), মারুফ আহমদ(০২), মামুন(০৭) ও লিমন(১০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত কালা শাহ(৫২), সুহেল আহমদ(২০), আশরাফ(১৯), হিরামতি(৪৫), তালহা(১১), হুমায়ূন(১৪), আলী আহমদ(১৬)সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনাকবলিত দু’টি গাড়ি আটক করেছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকের গোবিন্দগঞ্জে গোল্ডেন লাইফে ইন্সুরেন্সে গণশুনানী
পরবর্তী নিবন্ধছাতকের চরমহল্লা ইউনিয়নে ভিজিএফ’র চাল ও নগদ টাকা বিতরণ