ছাতকে পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

 

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪সিউজ:
ছাতকে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩শ’১৯ বোতল ভারতীয় মদ, ১শ’ ৫০গ্রাম গাঁজা ও মদ বহনকারী একটি সিএনজি আটক করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে একটি সিএনজি(সিলেট-থ ১১-৭৪০৫)তে রাখা ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ সিএনজিটি আটক করা হয়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে মাদক বিক্রেতা ও সিএনজি চালক পালিয়ে যায়। এ ব্যাপারে ছাতক থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা (নং-২৫) দায়ের করা হয়েছে। এদিকে শনিবার রাতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১শ’৫০গ্রাম গাঁজাসহ বিক্রেতা জাহাঙ্গীর আলম জঙ্গিল (২৫)কে আটক করেন। এ সময় তার অপর সহযোগী দক্ষিন বড়কাপন গ্রামের রাজা মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। জাহাঙ্গীর আলম জঙ্গিল কৈতক গ্রামের আরমুজ আলীর পুত্র। গাঁজা আটকের ঘটনায় এএসআই মিনহাজুল ইসলাম বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা(নং-২৬) দায়ের করেন। আটক জাহাঙ্গীর আলমকে গতকাল রোববার সকালে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে লাফার্জ গেটে শ্রমিকদের আবারো অবস্থান, প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধযাত্রাবাড়িতে দুই বাসের চাপায় যুবক নিহত