নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪সিউজ:
ছাতকের জাউয়াবাজারে হাবিদপুর ও জাউয়া-কোনাপাড়া গ্রামবাসীর সংঘর্ষে হাফিজ আবু সাঈদ হত্যাকান্ডের ঘটনায় শনিবার রাতে ছাতক থানায় একটি হত্যা মামলা (নং-২৪) দায়ের করা হয়েছে। হাবিদপুর গ্রামের হাজী আব্দুল গফুরের পুত্র আব্দুল কাহার বাদী হয়ে জাউয়া-কোনাপাড়া গ্রামের মৃত উসমান আলীর পুত্র আব্দুল ওয়াহিদ গেদা মিয়া ও তার দু’পুত্র আবুল কালাম এবং আব্দুল গনিসহ ৩২ জনের নাম উলে¬খ করে এ হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া একই গ্রামের মৃত ফজর আলীর পুত্র সিরাজ মিয়া, রহমত আলীর পুত্র জসিম উদ্দিন, মাছুম, হেলাল, সিরাজ মিয়ার পুত্র মিজান, খোকন, মুহিবুর, জমসেদ আলীর পুত্র তাজ উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুল কদ্দুছের পুত্র আনোয়ারকে এ মামলায় আসামী করা হয়েছে। বৃহস্পতিবার দোকানকোটা দখলকে কেন্দ্র করে জাউয়াবাজারে হাবিদপুর ও জাউয়া-কোনাপাড়া গ্রামবাসীর মধ্যের সংঘর্ষে হাফিজ আবু সাঈদ নিহত হন। তিনি হাবিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।