নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):
ছাতকে পল্লী বিদ্যুতের গোবিন্দগঞ্জ জোনাল অফিসে নতুন সংযোগের নামে আগে টাকা পরে মিটার। বকেয়া বিদ্যুৎ বিলের অতিরিক্ত জরিমানা নগদে পরিশোধে ভাউচার ছাড়া আদায় করার অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, ২০টি গ্রামের প্রায় ১২ শতাধিক গ্রাহক পল্লী বিদ্যুতের নিয়ম মেনে জামানত ফি পরিশোধ করার পরও দীর্ঘ তিন মাসেও মিটার পাচ্ছে না। মিটারের জন্য অফিসে ঘুরছেন কিন্তু মিটার মিলছে না। মিটার প্রতি দুই থেকে পাঁচ হাজার টাকা ঘুষ না দেয়ায় এসব আবেদনকারীদের নানা ভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে চরম অসন্তোষ বিরাজ করছে।
জানা যায়, পল্লী বিদ্যুতের গোবিন্দগঞ্জ জোনাল অফিসের এজিএম সাইফুল আলম, লাইনম্যান মাসুক ও মাহি বিরুদ্ধে মিটার সংযোগে আবেদন ফাইল আটকিয়ে ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও লুটপাট চালিয়ে যাচ্ছেন। গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করে আঙুল ফুলে কলা গাছ হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
গত ১৭ফেব্রুয়ারী উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে হাজী আয়বর আলী মার্কেটের তিন ভাই ও মায়ার সাগর সেলুনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে যান পল্লী বিদ্যুৎ লাইনম্যান মাসুক মিয়া। এ সময় গ্রাহকরা তাদের বকেয়া বিদ্যুৎ বিল নগদ পরিশোধ করেন। এর পরেও সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা বাবৎ মিটার প্রতি ২৪ শত টাকা করে আদায় করেন ওই কর্মকর্তা। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের করলে কোন রশিদ দেয়া হয়নি। অবৈধ জরিমানা বন্ধে দাবীতে গোবিন্দগঞ্জের নিরমল ও বাচ্ছু মিয়া একটি অভিযোগ ডিজিএম বরাবরে দায়ের করেন।
আকমল আলী জানান, নতুন বিদ্যুৎ মিটার সংযোগের জন্য গত বছর ৩ডিসেম্বর জামানতের টাকা পরিশোধ করেন। কিন্তু দাবিকৃত ৫হাজার টাকা ঘুষ না দেওয়ায় এখনও মিটার পাননি।
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য হুসাইন আহমদ লনি বলেন, বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ প্রদানের নামে দীর্ঘদিন যাবৎ এ অফিসে চলছে ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও লুটপাট। তাদের লাগামহীন ঘুষ বাণিজ্যে গ্রাহকরা অতিষ্ট হয়ে উঠেছেন গ্রাহকরা।
ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান আখলাক জানান, গত জানুয়ারী মাসে ৩ নং ওয়ার্ডের সদস্য আনোয়ারের বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের গোবিন্দগঞ্জ জোনাল অফিসের এজিএম সাইফুল আলম জানান, নতুন সংযোগে মিটার বিতরণে কোনো ঘুষ বা অর্থ নেয়া হয় না। ভূয়া ভাউচারে জরিমানা আদায়ের অভিযোগ সঠিক নয়।