ছাতকে নির্মিত হচ্ছে “আল্লাহু চত্বর”

নুর উদ্দিন : ছাতকে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের একটি সু-বিশাল পিলার। আর এ পিলারকে কেন্দ্র করে ওই স্থানটির নাম দেয়া হয়েছে আল্লাহু চত্বর। উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কের আফজলিয়া মার্কেটের পাশে এটি নির্মিত হচ্ছে। দৃষ্টিনন্দন পিলারটি একনজর দেখতে আশপাশ এলাকার মানুষ জড়ো হন।
ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল তার অর্থায়নে মহান আল্লাহর গুণবাচক ৯৯ নামে খচিত দৃষ্টিনন্দন পিলারটি নির্মাণ করছেন। মাটি থেকে প্রায় ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট পিলারের কাজ গত বছরের ফেব্রুয়ারী মাসে শুরু হয়। দীর্ঘ এক বছর কার্যক্রম বন্ধ থাকার পর সম্প্রতি আবারো শুরু হয়েছে নির্মাণ কাজ। বসানো হচ্ছে পিলারের চার পাশে আল্লাহর ৯৯ নাম। পিলারের চুড়ায় দেয়া হয়েছে গুম্বুজ। চোখ জুড়ানো পিলারটিতে মহান আল্লাহর আরবীতে ৯৯ নামগুলো দেখলেই প্রশান্তি আসে মনে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভাস্কর্য নির্মাণের ফলে স্থানগুলো শোভা বর্ধন হয়। কিন্তু এখানে আল্লাহর পবিত্র ৯৯নামে পিলার স্থাপন করায় “আল্লাহু চত্বর” এলাকাটি সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। পিলারের নীচে লিখা হয়েছে অসংখ্য বাণী। বাণীগুলোর মধ্যে রয়েছে আল কোরআন পড়ুন, বুঝুন, আমল ও প্রচার করুন। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে সদা সত্য কথা বলুন। পরিহার করুন সুদ, ঘুষ, জ্বীনা, মাদক পাপাচার। হালাল রুজী ইবাদত কবুলের পূর্ব শর্ত, পিতা-মাতা শিক্ষকসহ মুরব্বিদের সম্মান করুন, ফরজ পর্দা মেনে চলুন। পরিহার করুন অশ্লিলতা-বেহায়াপনা। সময়মত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন ইত্যাদি। নান্দনিক সৃষ্টিকর্ম মানুষের চিন্তাশীল সুন্দর সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ। এসব স্থাপনার নান্দনিক রূপ দেখে দেখতে আসা মানুষের হৃদয় জুড়ায়।
মাস্টার রেজ্জাদ আহমদ, ব্যবসায়ী কাওছার আল মামুনসহ স্থানীয় লোকজন জানান, মহান আল্লাহ পাকের ৯৯টি নাম আমরা অনেকেই জানিনা। সু-বিশাল এ দৃষ্টিনন্দন পিলারটিতে নামগুলো লিখে দেয়ায় স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ পথচারীরা পড়বে।
চত্বর নির্মাণকারী অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, আল্লাহর যে ৯৯ নাম রয়েছে এগুলো পড়ে শিখার জন্য তিনি তার অর্থায়নে দৃষ্টিনন্দন “আল্লাহু চত্বর” নামে পিলারটি নির্মাণ করছেন।
পূর্ববর্তী নিবন্ধঢাকাসহ পাঁচ জেলার অবৈধ ইটভাটা ধংসের নির্দেশ
পরবর্তী নিবন্ধচিলমারী কমিউটার ট্রেনের যাত্রা শুরু