ছাতকে নির্মাণ করা হচ্ছে জ্ঞানের সাগর দূর্বিণ শাহ সাংস্কৃতিক কেন্দ্র

নুর উদ্দিন : ছাতকে জ্ঞানের সাগর দূর্বিণ শাহ’র নামে নির্মিত হবে সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে চর্চা হবে সৃষ্টিকর্ম নিয়ে। সম্প্রতি সারাদেশের ২১ জন মনীষীর নামে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়।
মনীষীদের নিজ-নিজ জন্মস্থানে হবে এসব সাংস্কৃতিক কেন্দ্র। ওই ২১ জন মনীষীর মধ্যে ছাতকে জ্ঞানের সাগর দূর্বিণ শাহ রয়েছেন। সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ফলে বাউলদের জীবনকর্ম, সৃষ্টিচর্চা ও গবেষণা করা হবে।
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, জেলার তিন সাধকের নামে তাদের নিজ-নিজ এলাকায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়।
কনকচাঁপা খেলাঘর আসর ছাতক শাখার সাবেক সাধারণ সম্পাদক কেতকী রঞ্জন আচার্য্য বলেন, দেশের একজন মরমী গীতিকবি জ্ঞানের সাগর দূর্বিণ শাহের নামে এখানে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হলে ভবিষ্যৎ প্রজন্ম বাউল সাধক সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।
সংগীত শিল্পী আবুল বশর বলেছেন, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার জ্ঞানের সাগর দূর্বিণ শাহ ছিলেন এই অঞ্চলের গর্ব। এই বাউল সাধকের কারনে এ অঞ্চলের পরিচিতি দেশ-বিদেশে বৃদ্ধি পেয়েছে। সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ফলে তার জীবন দর্শন, বাউলদের তথ্য ও গবেষণা এখানের সংস্কৃতি প্রেমীদের অনুপ্রেরণার সৃষ্টি হবে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, সারাদেশের ২১ জন মনীষীর নামে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে সুনামগঞ্জ জেলার বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, জ্ঞানের সাগর দূর্বিণ শাহ ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মস্থানে হবে এসব সাংস্কৃতিক কেন্দ্র।

পূর্ববর্তী নিবন্ধছাতকে সিলেট পাল্প এন্ড পেপার মিল কর্তৃপক্ষ এলাকাবাসীর তোপের মুখে
পরবর্তী নিবন্ধবাড়তে পারে দিনের তাপমাত্রা, কমবে রাতে