ছাতকে নির্বাচন কার্যালয়ে জনবল সংকটে বাড়ছে ভোগান্তি

নুর উদ্দিন, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সেবা গ্রহীতাদের তুলনায় দপ্তরটিতে জনবল কম থাকায় সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মরত দায়িত্বশীলরা। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে কেউ বিরক্ত হয়ে বাড়ী ফিরছেন।
নির্বাচন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহনের পাশাপাশি নতুন ভোটার হালনাগাদ, ভোটার কার্ড সংশোধন, ভোটার স্থানান্তরের কাজ সম্পাদন করে থাকেন।
সেবা প্রদানে নির্বাচন কর্মকর্তাসহ কাজ করছেন মাত্র ৪ জন। এর মধ্যে আউট সোর্সিং এর ২ জন। এখানে অফিস সহকারী পদটি শুন্য রয়েছে দীর্ঘদিন থেকে।
এখানকার নির্বাচন কর্মকর্তা ছাতকের পাশাপাশি দিরাই উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করেন। সপ্তাহে ৩ দিন ছাতকে ও অন্য ২ দিন দিরাইয়ে দায়িত্ব পালন করেন। যার ফলে ভোটার কার্ড সংশোধন ও ভোটার স্থানান্তরের কাজে বিলম্ব হচ্ছে।
২০২১ সালের জুন মাসে নির্বাচন কমিশন ডিজিটাল সেবা চালু করে। ডিজিটাল সেবার আওতায় গত ২ মার্চ পর্যন্ত বিভিন্ন বিষয়ে সংশোধন জনিত সেবা নিয়েছেন ৫ হাজার ২৮৭ জন নাগরিক। নতুন ভোটার হতে অনলাইনে ৪ হাজার ২৮২ জন আবেদন করলে ডিজিটাল সেবা নিয়ে ভোটার হয়েছেন ২ হাজার ৭১ জন।
উপজেলা নির্বাচন ফয়েজুর রহমান বলেন, লোকবল সংকটের কারনে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। এবিষয়ে জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জানানো হয়েছে। এরপরও স্বল্প সংখ্যক জনবল দিয়েই যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে।
পূর্ববর্তী নিবন্ধফাঁসির পলাতক আসামি জেএমবির রউফ গ্রেফতার
পরবর্তী নিবন্ধকাতার বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র’ হচ্ছেন মেসিরা