ছাতকে দুর্গোৎসব পালনে প্রশাসনের প্রস্তুতি সভা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ৩৪টি পুঁজা মন্ডপে শান্তিপুর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে উপজেলার সকল পুঁজা উদযাপন কমিটি, বিদ্যুৎ বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ ও প্রশাসনের এক প্রস্তুতি সভা সোমবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছঃ লিপি বেগম, ছাতক থানার ওসি (তদন্ত) আরিফ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সুলতান সেলিম, ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার জালাল আহমদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পুঁজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানির দাম সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করছি: নসরুল হামিদ
পরবর্তী নিবন্ধডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে মশা কমাতে হবে : স্বাস্থ্যমন্ত্রী