নুর উদ্দিন, সুনামগঞ্জ : ছাতকে তিন ঘন্টাব্যাপি দু’পক্ষের মধ্যে মুখামুখি বন্ধুক যুদ্ধে উভয়ের মধ্যে শতাধিক লোকজন আহত হয়েছেন। গুলিবৃদ্ধ ২০জনকে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে । পরিন্থিত নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪৬ রাউন্ড ফাকা গুলি ও ১২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
জানা যায়, কালারুকা ইউপির মুক্তিরগাঁও গ্রামের তেরাব আলীর পুত্র মইন উদ্দিন ও সিরাজ মনজুর মধ্যে টেম্পুতে উঠা নিয়ে হাতাহাতির জের নিয়ে একই গ্রামে সাবেক চেয়ারম্যান নজরুল হক ও ইউপির সদস্য আব্দুল মতিনের মধ্যে এ সংঘষের ঘটনা ঘটে। তাদের দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাত ৯টায় মনজু ও নিতাই নেতৃত্বে সাবেক চেয়ারম্যান নজরুল হক বাড়িতে হামলা চালায়। এ হামলার ঘটনার প্রতিরোধ করতে গিয়ে দুই পক্ষের মধ্যে তিন ঘন্টাব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে সহকারি পুলিশ সার্কেল দোলন মিয়া ও ওসি আতিকুর রহমান ঘটনা স্থলে গিয়ে পরিস্থিত নিয়ে আনতে ৪৬রাউন্ড ফাকা গুলি ও ১২রাউন্ড টিয়ার সেল ব্যবহার করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। এ সংঘর্ষে গুরুতর ২২জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে ।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান নজরুল হক জানান, তচ্ছু ঘটনা নিয়ে আব্দুল মতিন মেম্বারে নেতৃত্বে আমাদের বাড়িতে টুকে দেশী অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনা প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষ শুরু হয়। এদিকে আব্দুল মতিন এ হামলার ঘটনাটি অস্বীকার করে বলেন সাবেক চেয়ারম্যান নজরুল হকের নেতৃত্বে আমার ছোট ভাই মনজুরের উপর হামলা করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আতিকুর রহমান।