সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে পণ্য ও হস্তশিল্প মেলায় দু’দর্শনার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পথচারি, ব্যবসায়িসহ উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত জাকির হোসেন ও সুজন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় গোবিন্দগঞ্জে মাসব্যাপী আদিবাসী উন্নয়ন সংস্থার উদ্যোগে পন্য ও হস্তশিল্প মেলায় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের পারভেজ আহমদের সাথে রামপুর গ্রামের ইমন মিয়ার অজ্ঞাত কারণে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে কিছু সময় পরই দুই গ্রামের লোকজন ইট-পাঠকেল ও দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে নিয়ে ট্রাফিক পয়েন্ট সংলগ্ন সড়কে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এতে পথচারি ও ব্যবসায়িসহ উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে দু’জনকে সিলেট ও অন্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের কারনে প্রায় আধঘন্টা ছাতক-সিলেট ও সিলেট-সুনামগঞ্জ সড়ক যানচলাচল বন্ধ ছিল। খবর পেয়ে থানা পুলিশের এসআই অরুপ সাগরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় মুরব্বিরা বিষয়টি আপোষ নিস্পত্তির চেষ্টা করছেন।