ছাতকে গার্মেন্টস ও শিল্প কারখানার শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা

সুনামগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গার্মেন্টস ও বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা ও চট্রগ্রাম থেকে ছাতকে ফেরত আসা শ্রমিকদের ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির এ নির্দেশনা দেন।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থান গার্মেন্টসসহ বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কারখানায় কর্মরতরা এলাকায় ফিরেছেন এতে করে তাদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রবাসীদের ন্যায় তাদেরও ১৪ দিন হোম কোয়ারেন্টিন মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজামালগঞ্জে পলো বাওয়ায় বাঁধা দেওয়ায় হামলা
পরবর্তী নিবন্ধদেশে আজও কেউ করোনায় আক্রান্ত হয়নি: আইইডিসিআর