নুর উদ্দিন : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি প্রদানের দাবীতে ছাতকে মশাল মিছিল করেছে বিএনপি।
সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে এ মশাল মিছিল বের করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে মিছিলটি ছাতক পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা মাস্টার ফজলুল করিম বকুল, সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুর রহমান সামছু, পৌর কাউন্সিলর, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ- সম্পাদক জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, যুবদল নেতা সাজ্জাদ হোসাইন, আলী আশরাফ তাহিদ, লিজন তালুকদার, জগলু মিয়া, জহির উদ্দিন, তারেক আহমদ, জয়নাল আবেদীন রফিক, ছাত্রদল নেতা মাহবুব আহমেদ, ইমদাদুর রহমান ইমন, আব্দুল বাকী মুহিত, আতাউর রহমান সোহাগ প্রমুখ।