নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিংয়ের এক সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। ছাতক থানার ওসি আতিকুর রহমানের সভাপতিত্বে ও এসআই সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক) সার্কেল দুলন মিয়া, ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, ওসি(অপারেশন) কাজী গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আবুল হাসনাত, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, আছাব মিয়া, লিয়াতক আলী, মহিলা কাইন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, পল্লীবিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন, মনির উদ্দিন মেম্বার প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, সাধারন মানুষ সব সময় পুলিশের সেবার প্রতি আস্তাশীল। যে কোন বিপদে পড়লে মানুষ সর্বপ্রথম পুলিশের সহায়তা কামনা করে। তাই পুলিশকে মানুষের সেবক হিসেবে কাজ করতে হবে। সাধারন মানুষের আরো কাছাকাছি থেকে পুলিশকে আইনী সেবা প্রদানের জন্য তিনি আহবান জানান। এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি বনার্ঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে। র্যালীতে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারী কমিশনার(ভুমি) সোনিয়া সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক) সার্কেল দুলন মিয়া, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন রশিদ, পৌর কাউন্সিলর নওশাদ মিয়াসহ পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী ও সর্বস্থরের লোকজন অংশ নেন।