ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর, নয়ারাজারগাঁও, একলিমনগর ও গৌরীপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের আনুষ্টানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এ উপলক্ষে কাঞ্চনপুর শাহজালাল বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক। ইউপি চেয়ারম্যান বিল¬াল আহমদের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক শামীম আহমদ তালুকদার ও ইউপি সদস্য খালিদ আহমদ খলিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল¬ীবিদ্যুৎ সমিতির জিএম অখিল কুমার সাহা, ডেপুটি জিএম একেএম জাহিদুল ইসলাম, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ পল¬ীবিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. শামছুর রহমান, ছাত্রলীগ নেতা তাজাম্মুল হক রিপন, শিপলু আহমদ প্রমুখ।

 

 

পূর্ববর্তী নিবন্ধছাতকে চাকুরী স্থায়ীকরনের দাবীতে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচী
পরবর্তী নিবন্ধসংসার ভাঙা নিয়ে যা বললেন বিন্দুর স্বামী আসিফ