নুর উদ্দিন : ছাতকে ইউপি নির্বাচন আর মাত্র বাকী রয়েছে ২দিন। এর মধ্যে মঙ্গলবার মধ্য রাত থেকে নির্বাচনী প্রচার -প্রচারণা ও বন্ধ হয়ে যাবে। সোমবার ছাতক সদর ইউনিয়নের ২ সদস্যদের মধ্যে প্রতিক বরাদ্দ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন।
ছাতক সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল মতলিব পেয়েছেন টিউবওয়েল প্রতিক ও আব্দুস শহীদ পেয়েছেন ফুটবল প্রতিক। এর মধ্যেই তারা পোস্টার -লিফলেট বিতরণ এবং প্রচার -প্রচারনার সকল কার্যক্রম সারতে হবে।
মনোনয়ণ পত্র প্রত্যাহারের শেষ দিনে ছাতক সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য প্রার্থী আব্দুল মতলিবকে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী ঘোষণা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন বেসরকারিভাবে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে আবদুল মতলিবকে নির্বাচিত ঘোষণা করেন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতার জন্য আব্দুল মতলিব ও আব্দুস শহীদ মনোনয়ণ পত্র দাখিল করেন। সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার হওয়ার কারণে প্রার্থী আব্দুস শহীদের মনোনয়ণ পত্র বাছাইকালে প্রাথমিক ভাবে অবৈধ ঘোষণা করে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তী পর্যায়ে তিনি আপীল করলে জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ হোসেন হাওলাদার ও তার মনোনয়ণ পত্র অবৈধ ঘোষণা করেন । ফলে এই ওয়ার্ডে একমাত্র প্রার্থী হিসেবে থেকে যান আব্দুল মতলিব। এজন্য তাকে কোনো প্রতিক বরাদ্দ না দিয়েই বিনা প্রতিদ্বন্ধীতায় বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচিত ঘোষণা করা হয়। এ দিকে আব্দুস শহীদ বিষয়টি নিয়ে উচ্চ আদালতের স্মরণাপন্ন হয়ে হাইকোর্টের একটি বেঞ্চে রীট আবেদন (নং৯৫/৩৫) করেন। হাইকোর্ট বেঞ্চ নির্বাচন করতে কোন বাধা নেই এবং তাকে প্রতিক বরাদ্দ দেয়ার আদেশ দেন। ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তৌফিক হোসেন খা্ঁন জানান, এ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের একটি আদেশের কপি আজ হাতে পাওয়ার পর তাদেরকে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।