নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষক সম্মেলন কক্ষে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। ইঁদুর নিধন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে স্থানীয় কৃষকদের নিয়ে বের করা হয় একটি বর্নাঢ্য র্যালী। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পূনরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা শাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা জামে মসজিদের ইমাম মাও. নুরুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, আলাউদ্দিন, বিদ্যুৎ তালুকদার প্রমুখ। এদিকে সিলেট অঞ্চর শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষকদেও এক প্রশিক্ষণ কর্মশালা কৃষক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কৃষকদেও মাঝে বিনা মুল্যে সরিষার বীজ বিতরণ করা হয়।