ছাতকে আজমল আলী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে মাওলানা আজমল আলী স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। উপজেলার ৩১টি প্রাথমিক বিদ্যালয়ের ১২০জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করে। সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মরহুম মাওলানা আজমল আলী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরিষদের চেয়ারম্যান আ.ন.ম আব্বাছ আলী। এ সময় পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম তালেব, সচিব আবু বকর শাহীন, পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুল হাসান তানবির, কোষাধ্যক্ষ আব্দুল মুক্তাদির ফয়জুল, পরিষদের সদস্য তোরন মিয়া মেম্বার, সমছু মিয়া, হেলাল মিয়া, মাসুম মিয়া, মো. সালাহ উদ্দিন, আইনুল হক, সাইদুর রহমান প্রমূখ।

 

 

পূর্ববর্তী নিবন্ধছাতক থানায় কমিউনিটি পুলিশিংয়ের সভা শনিবার
পরবর্তী নিবন্ধরাজধানীতে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত