ছাতকে অধ্যক্ষ কর্তৃক কর্মচারী লাঞ্চিত শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজে অধ্যক্ষ কর্তৃক কলেজের প্রধান অফিস সহকারীকে লাঞ্চিত করার ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। রোববার সকালে অধিকাংশ ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। সংশি¬ষ্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কলেজে ক্লাস চলাকালীন সময়ে অফিসের প্রধান অফিস সহকারী আব্দুস শহীদকে কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক দায়িত্ব বহির্ভূত একটি কাজ করার জন্য বলেন। এ সময় আব্দুস শহীদ ওই কাজ করতে অপরাগতা প্রকাশ করায় অধ্যক্ষ তার উপর চড়াও হয়ে অশ¬ীল ভাষায় গালিগালাজসহ তাকে লাঞ্চিত করেন। এ সময় কলেজ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা জড়ো হয়ে অফিস সহকারী আব্দুস শহীদের পক্ষে অবস্থান নেয়। কিছু সময় পর অধ্যক্ষ ঘটনাটি ধামাচাঁপা দিতে তাৎক্ষনিক কলেজ গভর্নিং বডির সদস্য মুজিবুর রহমান, কবির উদ্দিন লালা ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনকে ঘটনাটি নিষ্পত্তি করার জন্য ডেকে আনেন। অফিস সহকারী আব্দুস শহীদ সুষ্ঠু বিচারের আশায় তাৎক্ষনিক ভাবে বিষয়টি নিষ্পত্তি করতে অসম্মতি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ ছাত্র জানান, কলেজের প্রধান অফিস সহকারী আব্দুস সহিদ একজন প্রবীন মুরব্বী। তার সাথে কলেজ অধ্যক্ষের এ ধরনের নেতিবাচক আচরন কাম্য ছিল না। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করে এর সুষ্ট বিচার দাবী করেছে। প্রধান অফিস সহকারী আব্দুস শহীদ জানান, অধ্যক্ষ সুজাত আলী সাহেব কলেজের প্রফেসার রবেন্দু বিকাশ দে ও সুধাংশু কুমার চন্দ্রের সামনে অকথ্য ভাষায় গালি দিয়ে লাঞ্চিত করেছেন। তিনি ক্ষমতার দাপটে প্রায়ই অফিসের কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে থাকেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিক অফিস সহকারীকে লাঞ্চিত করার বিষয়টি অস্বীকার করে বলেন, অফিস সহকারী কাজ না করায় তাকে ধমক দিয়ে ছিলাম। কলেজের ছাত্ররা ক্লাস বর্জনের বিষয়টি সঠিক নয়।

পূর্ববর্তী নিবন্ধছাতকে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধছাতকে সরকারী সহায়তার ১০বস্তা চাল বিক্রিকালে আটক