ছাতকের ধনিটিলায় অবৈধ পাথর উত্তোলন পরিদর্শনে প্রশাসনের তদন্তটিম

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকের ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ধনিটিলায় পাথর খেকোদের আগ্রাসন উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্তটিম সরেজমিন তদন্ত করেছে। বিট ও বন কর্মকর্তা সালাউদ্দিনের নেতৃত্বে শনিবার দিন ব্যাপি তদন্ত কমিটির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সরেজমিন তদন্ত করেন। সম্প্রতি আদিবাসী সম্প্রদায়ের দায়েরী এক অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের টনক নড়ে। এদিকে পাথর উত্তোলনে অনড় রয়েছে সিন্ডিকেটসহ উভয় পক্ষের লোকজন। একটি সুত্র জানায়, প্রশাসনের বাধা উপেক্ষা করে আজ মঙ্গলবার সকাল থেকে একটি পক্ষ পাথর উত্তোলনের সব প্রস্তুতি নিয়েছে। ফলে এখানে সাংঘর্ষিক পরিস্থিতিসহ হতাহতের ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয়রা। গত কয়েক মাস ধরে লিজের নামে সরকারী টিলারকম ভুমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করতে থাকে একটি প্রভাবশালী মহল। একইভাবে লিজের দাবী নিয়ে স্থানীয় অপর একটি পক্ষও দলবল নিয়ে টিলা কেটে পাথর উত্তোলনে নামে। উভয় পক্ষই সমীহ লাভের প্রত্যাশায় সরকারের এক বিশেষ কৌটার লোকজনকে সামনে রেখে পাথর উত্তোলন করে আসছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন মনিপুরী সম্প্রদায়ের ব্রজেন্দ্র সিংহ এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী। এরা সামনে থাকলেও উভয় পক্ষের পেছনে রয়েছে বড় ধরনের সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যেমে টিলা কেটে অবৈধ পন্থায় পাথর উত্তোলন করতে গিয়ে উভয় পক্ষের মধ্যে গত দু’মাসে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সাংঘর্ষিক ঘটনা ঘটেছে। পাথর উত্তোলনে একে অপরকে বাধা দিতে ব্যবহার করেছে পুলিশ ও বিজিবিসহ প্রশাসনের লোক । এসব ঘটনায় পক্ষে-বিপক্ষে একাধিক মামলাও দায়ের করা হয়েছে। এক পর্যায়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে ধনিটিলায় সংঘর্ষসহ হতাহতের ঘটনা ঘটার আশংকায় প্রশাসন ধনিটিলা থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। সম্প্রতি মনিপুরী সম্প্রদায়ের পক্ষে স্বপন সিংহ পরিবেশ বিনষ্ট ও বসবাসরত মনিপুরী সম্প্রদায়ের বসতভিটা হুমকির মুখে পড়ার আশংকায় পাথর উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা করাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসন নড়েচড়ে বসে। উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি সরেজমিনে তদন্তকালে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনের ফলে এখানের স্বাভাবিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়া ও বসবাসরত মনিপুরী সম্প্রদায়ের বসতভিটা ধংসের মুখে পড়ার বিষয়টি প্রাথমিক ভাবে প্রমান করেছেন। শিঘ্রই তদন্ত প্রতিবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উল¬াহ খানের নিকট জমা দেয়া হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যান্যদেও মধ্যে তদন্ত কমিটিতে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য সৈয়দ হারুন-অর রশীদ, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম, এসআই সুহেল রানা, সার্ভেয়ার টিপলু চৌধুরী ও মনিপুরী সম্প্রদায়ের প্রতিনিধি সাবেক ইউপি সদস্য স্বপন কুমার সিংহ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মনিপুরী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাজেট অধিবেশন শুরু
পরবর্তী নিবন্ধছাতকের কৈতক গ্রামে ফুটব্রীজ নির্মানে অনিয়মের অভিযোগ