ছাতকের কৈতক গ্রামে ফুটব্রীজ নির্মানে অনিয়মের অভিযোগ

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে ফুটব্রীজ নির্মান কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিম্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করে ব্রীজের কাজ করা হচ্ছে বলে ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও সদস্য আব্দুর রহিম গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে জানা যায়, চলতি অর্থবছরে কৈতক গ্রামের রাস্তায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় একটি ফুট ব্রীজ নির্মানের কাজ এগিয়ে যাচ্ছে। জনৈক ঠিকাদার নিম্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করে ব্রীজের কাজ সম্পন্ন করার চেষ্টা করলে এতে চেয়ারম্যানসহ ইউপি সদস্য বাধা দেন এবং কাজের গুনগত মান ঠিক রেখে কাজ করার অনুরোধ করেন। জনপ্রতিনিধিদের বাধার মুখে ঠিকাদার কাজের গনগত মান বৃদ্ধি না করে কাজ বন্ধ করে দেয়। এ অবস্থায় কয়েক দিন বন্ধ থাকার পর আবারো একই নিম্মমানের নির্মান সামগ্রী মিয়ে তড়িগড়ি করে এ ব্রীজের কাজ শেষ করা চেষ্টা করা হচ্ছে। এতে সরকারের উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত হবে না বলে অভিযোগে উলে¬খ করা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকের ধনিটিলায় অবৈধ পাথর উত্তোলন পরিদর্শনে প্রশাসনের তদন্তটিম
পরবর্তী নিবন্ধঈদে অপু বনাম শুভশ্রী