পপুলার২৪নিউজ,হায়দার হোসেন:
তোমরা যারা এ রোভার মুটে অংশগ্রহণের সুযোগ পেয়েছ তারা অত্যন্ত সৌভাগ্যবান। আশা করব এখানে তোমরা অর্জিত অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে নিজেদের আরো দক্ষ করে গড়ে তুলবে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় রোভার মুট এর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় রোভার স্কাউটদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি এ সময় পায়রা উড়িয়ে ১১তম জাতীয় রোভার মুটের উদ্বোধন করেন। পাশাপাশি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের দেশকে আমরা সবাই মিলে শান্তিময় করব। তবে তা কারো কাছে হাত পেতে নয়, ভিক্ষা করে নয় বা কারো অনুকম্পা নিয়ে নয়। এর আগে দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে গোপালগঞ্জে পৌঁছান তিনি।